ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিতর্কিত আম্পারিংয়ে ‍হারের প্রতিবাদে ‍রাজবাড়ীতে মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
বিতর্কিত আম্পারিংয়ে ‍হারের প্রতিবাদে ‍রাজবাড়ীতে মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: বিশ^কাপ ক্রিকেটে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে আম্পায়ারের একাধিক ভুল সিদ্ধান্তের কারণে পরাজয়ের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল হয়েছে।

বাংলাদেশকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে দাবি করে এর প্রতিবাদে রাজবাড়ী সরকারি কলেজের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে।



এতে জেলা শহরের বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজবাড়ী সরকারি কলেজ মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে এসে ১নং রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশ শেষে আম্পায়ারদের কুশ পুতুল দাহ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, মীর মশাররফ হোসেন হলের ছাত্র রুবেলুর রহমান ও মো. রাকিব ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সরকারি কলেজের বিদ্যাসাগর হলের ছাত্র বিনয় কুমার মিত্র, মীর মশাররফ হোসেন হলের মো. শিমুল, রতন মোল্লা, অব্দুল কাহার, ইব্রাহিম মোল্লা, আশরাফুর রহমান অবির, শেখ তুহিন আহম্মেদ সবুজ, উজ্জল হোসেন, ফিরোজ হোসেন, রানা, মো. রিয়াদ, পারভেজ, আব্দুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।