ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিতর্কিত আম্পায়ারিংয়ের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
বিতর্কিত আম্পায়ারিংয়ের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বিতর্কিত আম্পায়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশ দলকে হারানোর প্রতিবাদে সিলেটে বিক্ষোভ-মিছিল করেছে ক্রিকেট প্রেমীরা।

শুক্রবার (২০ মার্চ) বেলা ২টার দিকে নগরীর সুবিদবাজার এলাকা থেকে মিছিলটি বের হয়।

মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

‘বাংলাদেশ ক্রিকেট ফ্যান ক্লাব’র ব্যানারে আয়োজিত মিছিলটি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পক্ষপাতমূলক আচরণের জন্য আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ডের শাস্তি দাবি করা হয়।

বিক্ষোভ মিছিলে ক্রিকেটপ্রেমী অর্ধশতাধিক তরুণ অংশ নেন। মিছিল শেষে আম্পায়ার ইয়ান গোল্ডের কুশপুতুলও দাহ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।