ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোববার দেশে ফিরছে বাংলাদেশ দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
রোববার দেশে ফিরছে বাংলাদেশ দল

ঢাকা: বিশ্বকাপ মিশন শেষ হয়েছে বাংলাদেশ দলের। আসরের কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ২৪ জানুয়ারী দেশ ছাড়ে মাশরাফি-সাকিবরা।

সে স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশ দলের। দাপট দেখিযেই শেষ আটে স্থান করে নেয় টাইগাররা। বৃহস্পতিবার নকআউট পর্বে আম্পায়ারদের বাজে সিদ্ধান্তের ফলে বাংলাদেশ হার মানে ভারতের কাছে।

প্রাথমিক স্বপ্ন পূরণের পরও কিছুটা আক্ষেপ নিয়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ দলকে। বিশ্বকাপের আয়োজক দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের হাওয়া-বাতাসে ৫৫ দিনের লম্বা সময় কাটিয়ে রোববার দেশে ফিরছে বাংলাদেশ দল। এমিরেটসের বিমানে চড়ে রোববার(২২ মার্চ)সন্ধ্যা সাতটায় দেশে ফিরবে মাশরাফি-সাকিবরা। এমনটাই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি)মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বাংলানিউজকে তিনি বলেন, ‘রোববার দেশে ফিরবে বাংলাদেশ দল। এমিরেটসের বিমানে চড়ে রোববার সন্ধ্যা সাতটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন ক্রিকেটাররা।

বিমান থেকে নামার পর বাংলাদেশ দলকে সংবর্ধনা দেয়া হবে কিনা জানতে চাইলে জালাল ইউনুস বলেন, ‘উষ্ণ সংবর্ধণা তো আমরা দলকে জানাবোই। তবে আসল সংবর্ধণা কবে দেয়া হবে সেটা বোর্ড প্রেসিডেন্ট দেশে ফিরলে সিদ্ধান্ত হবে। ’

দেশে ফেরার আগে শুক্রবার মেলবোর্নে প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয় টিম বাংলাদেশ। সেখানে খেলোয়াড়-কোচিং স্টাফদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি)সভাপতি নাজমুল হাসান পাপনও।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।