ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের সংবর্ধণা দিল প্রবাসীরা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
টাইগারদের সংবর্ধণা দিল প্রবাসীরা ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত না হলে হয়ত সেমিফাইনালে পৌঁছাতে পারত টাইগাররা এমনটি মনে করেন ক্রিকেট বোদ্ধারা।

কিন্তু আসরে দাপটের সঙ্গে খেলা দলটিকে ক্রিকেট বিশ্ব বীরের মতই দেখছে।

এবারের আসরে টাইগারদের খেলা দেখে রিচার্ড হ্যাডলি, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, মার্ক ওয়াহর মত সাবেক তারকারা দলটির প্রশংসা করেছেন। সেই সঙ্গে বাংলাদেশের ১৬ কোটি মানুষও তাদের বীরের সম্মাননা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ায় বাংলাদেশী প্রবাসীরা মাশরাফিদের সংবর্ধণা দিয়েছেন।

যেখানে অধিনায়ক মাশরাফির সঙ্গে ছিলেন দলের সকল ক্রিকেটাররা। অনুষ্ঠানে আরো ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি)সভাপতি নাজমুল হাসান পাপন ও নাইমুর রহমান দুজয়। এদিন অনুষ্ঠানে পুরো দলের সঙ্গে আনন্দ-উৎসবে দারুণ সময় কাটান সেখানকার প্রবাসীরা।

অনুষ্ঠানে দলের প্রত্যেক ক্রিকেটারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আর মাশরাফিকে দেয়া হয় প্রবাসীদের পক্ষ থেকে ক্রেস্ট।

পরে টাইগাররা আগামী দিনগুলোতে যেন ‍আরো ভালো খেলে তার জন্য শুভেচ্ছা জানান স্থানীয় প্রবাসীরা।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারী পুল‘এ’ থেকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। সেই সঙ্গে আফগানদের বিপক্ষে ম্যাচ জিতে আসরের শুভ সূচনা করেছিল টাইগাররা।

এর পর স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যাক্ত হয়। তবে পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারে মাশরাফিরা। কিন্তু এর পর স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতে প্রথমবারের মত বিশ্ব আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে টাইগাররা। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছিল দলটি।

তবে কোয়ার্টার ফাইনালে যে স্বপ্ন নিয়ে উঠেছিল মাশরাফিরা আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে কারণে তা থেকে পিছু হটতে হয়েছে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা।

কিন্তু সব দু:সহ স্মৃতি পেছনে ফেলে আগামীতে দলটি আরো ভালো খেলবে এটাই সবার প্রত্যাশা। আর বাংলাদেশী ক্রিকেট প্রেমীরা মনে করেন একদিন এই বাংলাদেশই বিশ্বকাপ জিতবে।

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।