ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিউইদের বিপক্ষে গেইলের আশায় অ্যামব্রোস

ওয়ার্ল্ডকাপ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
কিউইদের বিপক্ষে গেইলের আশায় অ্যামব্রোস

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচ কার্টলি অ্যামব্রোস জানিয়েছেন, কোয়ার্টার ফাইনালে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনার ক্রিস গেইলের খেলা নিয়ে তিনি আশাবাদী। আগামীকাল ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখেমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।



এদিকে দ্বিতীয় দিনের মত কাঁধের ইনজুরির কারণে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেন নি গেইল। আর গত বুধবার ব্যাথার জন্য তাকে ইনজেকশন নিতে হয়েছিল।

তবে অ্যামব্রোস মনে করেন ক্যারিবীয়ানদের মূল একাদশে গেইল থাকবেন। আর ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অ্যামব্রোস বলেন, ‘শনিবারের ম্যাচে আমরা তাকে আশা করছি। এটা আমাদের জন্য বড় একটি খেলা। আর গেইলের মত ক্রিকেটার আমাদের ব্যাটিংয়ে কার্যকারী ভূমিকার রাখতে পারে। তার দ্বারাই আমরা ভালো একটা শুরুর আশা করতে পারি। ’

তিনি আরো বলেন, ‘তবে তার সুস্থতার জন্য আমাদের কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি তার প্রতি আত্মবিশ্বাসী। আর আমার বিশ্বাস কালকের ম্যাচে সে খেলবে। ’

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।