ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ কোয়ার্টারে লড়াই ক্যারিবীয়-কিউইদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
শেষ কোয়ার্টারে লড়াই ক্যারিবীয়-কিউইদের

ঢাকা: বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে শনিবার (২১ মার্চ) লড়াইয়ে নামছে ফেভারিট নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা, ভারত ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

এ ম্যাচেই পাওয়া যাবে বিশ্বকাপের চতুর্থ ও শেষ সেমিফাইনালিস্ট দল।

ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হচ্ছে ম্যাচটি। এই ম্যাচের জয়ী দল আগামী মঙ্গলবার (২৪ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে খেলবে।

২০১২ সালের পর এ অবধি ওয়ানডেতে নয় বার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। এর মধ্যে ছয়টিতে জিতেছে ক্যারিবীয়রা। আর ব্ল্যাকক্যাপসদের জয় তিন ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ অবধি ৬০টি ম্যাচ খেলেছে কিউইরা। যার মধ্যে ২৩ ম্যাচে জয় আর পরাজয় ৩০ ম্যাচে। সাতটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

পরিসংখ্যানে ক্যারিবীয়রা এগিয়ে থাকলেও এবারের বিশ্বকাপে অনেকটাই এগিয়ে কিউইরা। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে বিশ্বকাপে অপরাজিত ব্রেন্ডন ম্যাককালামের দল। দারুণ ফর্মে রয়েছেন ম্যাককালাম, গাপটিল, উইলিয়ামসনরা। বোলিংয়েও দারুণ ছন্দে কিউই বোলাররা। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ড্যানিয়েল ভেট্টরিরা শাসন করছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের।  

অবশ্য, ইনজুরি আক্রান্ত ক্রিস গেইল শনিবারের ম্যাচে স্বরূপে ফিরলে কঠিন পরীক্ষা দিতে হতে পারে কিউই বোলারদের। জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রানের মহাবিস্ফোরক ইনিংস খেলে এর মধ্যে নিজের ক্ষমতা দেখিয়েছেন গেইল

শেষ পর্যন্ত গেইল ফিট না থাকলে জনসন চালর্সের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করবেন ডোয়াইন স্মিথ। পেসার কেমার রোচের জায়গায় বাঁহাতি স্পিনার সুলেমান বেনকে খেলানো হতে পারে শনিবারের ম্যাচে।

নিউজিল্যান্ড দলেও কাল একটি পরিবর্তন আসছে। ম্যাকক্লেঘানের জায়গায় খেলতে পারেন অ্যাডাম মিলনে। ইনজুরি আক্রান্ত হওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারেননি এই বোলার।

সম্ভাব্য ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রিস গেইল/ডোয়াইন স্মিথ, জনসন চার্লস, মারলন স্যামুয়েলস, জোনাথন কার্টার, দিনেশ রামদিন, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, সুলেমান বেন/ কেমার রোচ ও জেরম টেইলর।

সম্ভাব্য নিউজিল্যান্ড একাদশ
ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, গ্রান্ট ইলিয়ট, মার্টিন গাপটিল, ন্যাথান ম্যাককালাম, অ্যাডাম মিলনে, ড্যানিয়েল ভেট্টোরি, কেন উইলিয়ামসন, কোরি অ্যান্ডারসন, টিম সাউদি ও লুক রঞ্চি।

বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।