ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসি’র প্রতি খোলা চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
আইসিসি’র প্রতি খোলা চিঠি ছবি: শাকিল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’র (আইসিসি) প্রতি খোলা চিঠি দিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)।

আইসিসি ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’ না-কি ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ এ প্রশ্ন তুলে ‘বিতর্কিত ও ভারতপ্রীতি’ সিদ্ধান্ত গ্রহণকারী আম্পায়ারদের আজীবন বহিস্কারের দাবি জানিয়েছে সংগঠনটি।



শনিবার (২১ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বোয়াফ’র পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে বোয়াফ’র সভাপতি ব্লগার কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে সংগঠনের সহ-সভাপতি ইয়াছিন করিম, সাধারণ সম্পাদক আজম আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম এইচ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

কী আছে খোলা চিঠিতে?

প্রিয় (ক্রস চিহ্নিত ‘প্রিয়’) আইসিসি,

প্রথমেই ঘৃণা আর ক্ষোভ প্রকাশ করছি। ধিক্কার আর প্রতিবাদ জানাচ্ছি টাকার কাছে আইসিসি’র নীতি ও আর্দশ বিক্রি করার কারণে। দুঃখ প্রকাশ করছি, আইসিসি’র কর্মকাণ্ডের প্রতি প্রতিবাদ করতে আমাদের মূল্যবান সময় নষ্ট করে মানববন্ধনে দাঁড়িয়েছি। আর সেই সঙ্গে আমাদের সবার সন্দেহ এবং বিশ্ব ক্রিকেট ভক্তদের প্রশ্ন- এটা কি ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’ না কি ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’?

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৫, অস্ট্রেলিয়ার ক্রিকেট গ্রাউন্ড মেলবোর্নে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটির অগ্রিম ভাগ্য নির্ণয়ক হতে দেখা যায় আম্পায়ারদের, যা বিশ্বের কোটি কোটি ক্রিকেটভক্ত অবলোকন করেছে, মর্মাহত হয়েছে, ঘৃণা-ক্ষোভ প্রকাশ করেছে আর আইসিসি’র প্রতি সন্দেহ তৈরি হয়েছে, যা ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর।

তৃতীয় বিশ্বের আধুনিক সময়ে তথ্য-প্রযুক্তির কল্যাণে পুরো ক্রিকেট বিশ্ব দেখেছে টাইগার অধিনায়ক মাশরাফির এলবিডব্লিউ’র আবেদন এবং টিভি আম্পায়ারের কাছে তার এই আবেদনটির রিভিউ। কোটি কোটি ক্রিকেটভক্ত অবলোকন করেছে টাইগার ডিপেন্ডেবল ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদকে অবৈধভাবে কিভাবে আউট করা হয়েছে। ক্রিকেটপ্রেমীরা অবাক হয়ে দেখেছেন, বাংলাদেশ দলের নির্ভরযোগ্য বোলার ও ক্রিকেট বিশ্বকাপ-২০১৫’র চমৎকার পারফরম্যান্স করা রুবেল হোসেনকে কিভাবে উইকেট থেকে বঞ্চিত করা হয়েছে।

আমরা মনে করি, আম্পায়ারদের একের পর এক বিতর্তিক ও ভারতপ্রীতি সিদ্ধান্তের কারণে বিশ্ব ক্রিকেটভক্তরা যেমন হতাশ হয়েছেন, তার চেয়ে বেশি মর্মাহত ও আত্মবিশ্বাস হারিয়েছে টাইগাররা।

আম্পায়াররা একদিকে যেমন ক্রিকেট টাইগারসদের ন্যাচারাল খেলা থেকে বঞ্চিত করেছেন, অন্যদিকে বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের রোমাঞ্চকর ও শৈল্পিক ক্রিকেটখেলাকে কলঙ্কিত করেছেন।

বিশ্ব ক্রিকেটভক্তদের পক্ষে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম-বোয়াফ’র দাবি, আইসিসি’কে তার নিরপেক্ষতার জায়গা থেকে বিশ্ব ক্রিকেট ও ক্রিকেটপ্রেমীদের কথা চিন্তা করে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ থেকে বেরিয়ে আসতে হবে এবং সেই সঙ্গে ‘বিতর্কিত ও ভারতপ্রীতি’ সিদ্ধান্ত গ্রহণকারী আম্পায়ারদের আইসিসি’র সব কর্মকাণ্ড থেকে আজীবনের জন্য বহিস্কার করতে হবে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।