ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

থেমে গেল গেইল ঝড়

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
থেমে গেল গেইল ঝড়

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজকে আশার আলো দেখানো ক্রিস গেইলকে ফেরালেন অ্যাডাম মিলনে। ইনিংসের ১৭তম ওভারে বোল্ড হয়ে ফেরেন চলতি বিশ্বকাপের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান গেইল।

আউট হওয়ার আগে ব্যাটে ঝড় তুলে গেইল ৩৩ বলে ৬১ রান করেন। তার ইনিংসে ছিল ৮টি ছক্কার মার।

১৮ ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান।

চলতি বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে ক্যারিবীয়দের করতে হবে ৩৯৪ রান।

নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া ৩৯৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই উইকেট খোয়ালো। ব্যাটিং উদ্বোধন করতে নামা ক্রিস গেইলের সতীর্থ জনসন চার্লস ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন। ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৩ রান করে ফেরেন চার্লস।

এরপর ইনিংসের ষষ্ঠ ওভারে বোল্টের দ্বিতীয় শিকারে সাজঘরে ফেরেন লেন্ডন সিমন্স। গাপটিলের হাতে ধরা পড়ার আগে সিমন্স একটি করে চার ও ছয়ে ১৭ বলে করেন ১২ রান।

দলীয় ২৭ রানের মাথায় দুই উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ ক্রিস গেইল এবং মারলন স্যামুয়েলসের ব্যাটে এগিয়ে যাচ্ছিল। এ দুই ব্যাটসম্যান ব্যাটে ঝড় তুলে ২২ বলে ৫৩ রানের জুটি গড়েন। বোল্টের তৃতীয় শিকারে আউট হওয়ার আগে স্যামুয়েলস ১৫ বলে তিনটি চার আর একটি ছয়ে ২৭ রান করেন। একই ওভারে বোল্টের চতুর্থ শিকারে ফেরেন দিনেশ রামদিন।

ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক। উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন মার্টিন গাপটিল ও ম্যাককালাম।

১৫২ বলে ডাবল শতক হাঁকানো মার্টিন গাপটিলের ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ৩৯৩ রান সংগ্রহ করে স্বাগতিক নিউজিল্যান্ড।

আফগানিস্তানের বিপক্ষে ৫৭ আর বাংলাদেশের বিপক্ষে ১০৫ রান করার পর আবারো শতক হাঁকান মার্টিন গাপটিল। তবে, ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ডাবল শতক হাঁকিয়ে ফর্মের তুঙ্গে থাকা গাপটিল শেষ পর্যন্ত করেন অপরাজিত ২৩৭ রান। ১৬৩ বলের মহাকাব্যিক ইনিংসে গাপটিল ২৪টি চারের পাশাপাশি ১১টি বিশাল ছক্কাও হাঁকান। ক্রিস গেইলের পর এ বিশ্বকাপের দ্বিতীয় ডাবল শতক হাঁকান গাপটিল।

আর শুরু থেকেই সাবলীল ভঙ্গিতে খেলতে থাকা কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন হঠাৎ করেই নিয়ন্ত্রণহীন শট খেলে ক্রিস গেইলের হাতে ক্যাচ দিয়ে ক্রিজ ছাড়েন। সাজঘরে ফেরার আগে তিনি সংগ্রহ করেন ৩৫ বলে ৩৩ রান।

ইনিংসের ৩৯তম ওভারে রান আউট হয়ে ফেরেন ৬১ বলে ৪২ রান করা রস টেইলর। টেইলর আউট হওয়ার আগে গাপটিলের সঙ্গে ১৪৩ রানের জুটি গড়েন।

দক্ষিণ আফ্রিকা, ভারত ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এ ম্যাচেই পাওয়া যাবে বিশ্বকাপের চতুর্থ ও শেষ সেমিফাইনালিস্ট দল। এ ম্যাচের জয়ী দল আগামী মঙ্গলবার (২৪ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে খেলবে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ২১ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।