ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-ভারত ম্যাচের জুয়ারি আটক

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
বাংলাদেশ-ভারত ম্যাচের জুয়ারি আটক

ঢাকা: ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে দুর্ভাগ্যবশত হেরেছে বাংলাদেশ। এ ম্যাচের আগে ক্রিকেট বিশ্বে উত্তাপ ছড়িয়ে পড়েছিল।

উত্তেজনা ছিল ক্রিকেট জুয়ারিদের মাঝেও।

ক্রিকেট জুয়ারিদের মধ্যে ভারতের কর্নাটক রাজ্যের তিন জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশ-ভারত ম্যাচে জুয়ার সাথে জড়িত থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ কর্তৃপক্ষ জানায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ-ভারত ম্যাচের সময় উক্ত তিন জুয়ারি কর্নাটকের একটি বাড়িতে জুয়ার কাজে নিয়োজিত ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটি থেকে এক জুয়ারিকে গ্রেফতার করে। বাকি দু’জন পালিয়ে গেলে আটককৃত জুয়ারির তথ্যমতে পরে তাদেরকেও গ্রেফতার করা হয়।

কর্নাটক পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, নগদ ৩ লাখ ৮৮ হাজার ভারতীয় রুপি, একটি টেলিভিশন, চারটি মুঠোফোন আর একটি ডায়রি সেখান থেকে জব্দ করা হয়েছে। আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ২১ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।