ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়াহাব ও ওয়াটসনের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
ওয়াহাব ও ওয়াটসনের জরিমানা ছবি: সংগৃহীত

ঢাকা: মাঠে অসদাচরণের দায়ে শেন ওয়াটসন ও ওয়াহাব রিয়াজকে জরিমানা করেছে আইসিসি। বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে অজি ব্যাটসম্যান ওয়াটসনের সঙ্গে পাক বোলার ওয়াহাবের সঙ্গে বাক-বিতন্ডার ঘটনা ঘটে।

এর জের ধরে দু’জনকেই জরিমানা গুণতে হয়।

আইসিসির কোড অব কন্ডাক্ট এর লেভেল ওয়ান ভঙ্গ করায় ওয়াটসনকে ১৫ শতাংশ এবং ওয়াহাবকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। এই ধরণের অভিযোগে এটিই সর্বোচ্চ শাস্তি।

পাকিস্তানের দেয়া ২১৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামার ৩৩ ওভারের মাথায় ওয়াটসন ও ওয়াহাবের মধ্যে বাক-বিতন্ডা হয়। দু’জনই আম্পায়ারের নির্দেশাবলী উপেক্ষা করে আক্রমনাত্মক ও অভদ্র ভাষায় বাক্য বিনিময় করেন। বাঁহাতি বোলার ওয়াহাবই বেশি উত্তেজিত ছিল। পরে আরো কয়েকবার স্লেজিং করলেও ওয়াটসন কোনো প্রতিক্রিয়া দেখাননি ।

উল্লেখ্য, ১৬.১ ওভার হাতে রেখেই ছয় উইকেটের জয় তুলে নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। ওয়াটসন ৬৪ ও গ্লেন ম্যাক্সওয়েল ৪৪ রানে অপরাজিত ছিলেন। সর্বোচ্চ ৬৫ রান করেন স্টিভেন স্মিথ। পাকিস্তানের হয়ে দু’টি উইকেট দখল করেন ওয়াহাব।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘন্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।