ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেমিফাইনালকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন ক্লার্ক

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
সেমিফাইনালকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন ক্লার্ক মাইকেল ক্লার্ক

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত এমনটি বিশ্বাস করেন ক্রিকেট বোদ্ধারা। তবে শেষ চারে ওঠা ভারতীয় দলকে এবার মুখোমুখি হতে হবে স্বাগতিক অস্ট্রেলিয়‍ার বিপক্ষে।

কিন্তু অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক ম্যাচটিকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন।

ক্লার্ক বলেন, ‘আমি মনে করি মাহেন্দ্র সিং ধোনি অসাধারণ একজন অধিনায়ক। তার অধীনে ভারত দারুণ ক্রিকেট খেলছে এ ব্যাপারে কোন সন্দেহ নেই। তবে আমরা এই ম্যাচটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। ’

তিনি আরো বলেন, ‘ আমরা সেমিফাইনালের আগে বেশ সময় পাচ্ছি। সুতরাং এ সময়ের মধ্যে আমরা নিজেদের আরো বেশী প্রস্তুত করতে পারবো। পাশাপাশি আমরা চাই এ ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে ফাইনালে জায়গা করে নিতে। ’

আগামী ২৬ মার্চ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।