ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাশারের প্রতিবাদ...

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
বাশারের প্রতিবাদ... হাবিবুল বাশার

ঢাকা: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারতের ম্যাচের পর আম্পায়ারিং নিয়ে করা মন্তব্যের আংশিক অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায়, নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি’র নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার।

শুক্রবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশের কিছু অনলাইন নিউজ পোর্টাল কোলকাতার নিউজ পোর্টাল এবিপি আনন্দের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করে।

সংবাদে বাশারের মন্তব্যের আংশিক অংশ প্রকাশ ক্রিকেটপ্রেমীদের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।  

শনিবার (২১মার্চ) বিকেলে বিসিবি’র ওয়েব সাইটে বাশার তার পুরো বক্তব্যটি তুলে ধরেন। এতে তিনি উল্ল্যেখ করেন, ‘আম্পায়ারিংয়ে ভুল খেলারই অংশ। এ ধরণের ঘটনার ফলাফল  কোনো দলের পক্ষে যায়; আবার কোনো দলের বিপক্ষে যায়। তারপরও কোয়ার্টার ফাইনাল ম্যাচে আম্পায়াররা বাংলাদেশের বিপক্ষে যে ধরণের বাজে সিদ্ধান্ত দিয়েছে তা সত্যিই বেদনাদায়ক। আমি এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছি না। ’

শনিবার ওয়েব সাইটে পুরো বক্তব্য প্রকাশের পর শেষ অংশে বাশার উল্লেখ্ করেন,‘সামাজিক যোগাযোগ মাধ্যম আমার পুরো বক্তব্য প্রকাশ করেনি। যারা এটা করেছে আমি তাদের দায়িত্বজ্ঞানহীনতার জন্য নিন্দা জানাই। আমি চাই, পুরো বক্তব্যই পুণরায় তারা প্রকাশ করবে। ’

এ প্রসঙ্গে বাংলানিউজকে হাবিবুল বাশার বলেন, ‘আশা করছি এখন সব  ভুল বোঝাবুঝির অবসান হবে। এবিপি আনন্দ নামে কোনো অনলাইন পোর্টালকে আমি সাক্ষাৎকার দিয়েছি  কী-না তা আমার মনেও পড়ছে না। ’

উল্লেখ্য, বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে চরম পক্ষপাতিত্ব করেন আম্পায়াররা। তিনটি ভুল সিদ্ধান্ত দেন পাকিস্তানের আম্পায়ার আলিম দার ও ইংল্যান্ডের ইয়ান গৌল্ড। সবগুলো ভুল কলই যায় বাংলাদেশের বিপক্ষে। বাজে আম্পায়ারিং নিয়ে বাংলাদেশসহ সাড়া বিশ্বেই সমালোচনার ঝড় ওঠে।
 
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘন্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।