ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোন ফরম্যাটেই অবসর নিচ্ছি না: গেইল

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
কোন ফরম্যাটেই অবসর নিচ্ছি না: গেইল ক্রিস গেইল

ঢাকা: ক্রিকেটের তিন ফরম্যাটের কোনটি থেকেই অবসন নিচ্ছেন না ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইল। তবে কাঁধের ইনজুরির কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে না থাকার সম্ভাবনা রয়েছে এ বাঁহাতি ব্যাটসম্যানের।



ইসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে গেইল বলেন, ‘আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে আমি দলের হয়ে অবশ্যই খেলবো। এতে কোন সন্দেহ নেই। আমার ইনজুরি সমস্য আছে তবে আমি সুস্থ হবার চেষ্টা করছি। ’

তিনি আরো বলেন, ‘ কাঁধের ইনজুরির কারণে আমি হয়ত টেস্ট সিরিজে থাকছি না। তবে আমি ক্রিকেটের কোন ফরম্যাট থেকেই অবসর নিচ্ছি না। আর বোর্ডের সঙ্গে আমি নিজের ভবিষ্যত সম্পর্কে আলোচনা করবো। ’

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৩ রানে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। তবে দলটির ৩৯৪ রানের টার্গেট গেইলের ৩৩ বলে ৬১ রানের ইনিংসটির মাধ্যমে দারুণ সূচণা পায়। এদিকে ব্যাথা নিয়ে গেইল মাঠে নামলেও তার খুব বেশী সমস্য হয়নি বলে জানান তিনি।

 বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।