ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে আধিপত্য বজায় থাকবে: ম্যাক্সওয়েল

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
ভারতের বিপক্ষে আধিপত্য বজায় থাকবে: ম্যাক্সওয়েল ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার হার্ড হিটার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল জানিয়েছেন, সেমিফাইনালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে অজিদের আধিপত্য বজায় থাকবে।

ম্যাক্সওয়েল বলেন, ‘ভারত ভালো একটি দল, ভালো দল না হলে তারা সেমিফাইনাল পর্যন্ত আসত না।

আর শেষ চারের খেলায় তাদের বিপক্ষে আমাদের সেরাটা খেলতে হবে। ’

ভারত বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজে ২-০ তে হেরেছিল। পরে ইংল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজেও ধোনিবাহিনী কোন ম্যাচ জিততে পারেনি। ম্যাক্সওয়েল বিশ্বাস করেন, ভারত ম্যাচে মানসিক চাপে থাকবে।

২৬ বছর বয়সী তারকা আরো বলেন, ‘আমার মনে হয় এ গ্রীস্মে আমরা তাদের দারুণ ভুগিয়েছি। তারা আমাদের বিপক্ষে একটি ম্যাচও জিততে পারেনি। আমি আশা করি এই আধিপত্য আমরা বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পারবো। ’

কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া। আর বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত আম্পায়ারিংয়ের ওপর ভর করে শেষ চারে ওঠে ভারত। আগামী ২৬ মার্চ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।