ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রিয়াজের জরিমানা দিতে চান লারা!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
রিয়াজের জরিমানা দিতে চান লারা! ছবি : সংগৃহীত

ঢাকা: চলতি বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন এবং পাকিস্তানের ওয়াহাব রিয়াজকে অসদাচরণের দায়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি জরিমানা করেছে। আর এ কারণে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারা আইসিসিকে একহাত নিয়েছেন।



সে ম্যাচে অজি ব্যাটসম্যান ওয়াটসনের সঙ্গে পাক বোলার ওয়াহাবের বাক-বিতন্ডার ঘটনা ঘটে। এর জের ধরে দু’জনকেই জরিমানা গুণতে হয়।

আইসিসির কোড অব কন্ডাক্ট এর লেভেল ওয়ান ভঙ্গ করায় ওয়াটসনকে ১৫ শতাংশ এবং ওয়াহাবকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। এ ধরণের অভিযোগে এটিই সর্বোচ্চ শাস্তি।

তবে এ শাস্তির বিরোধিতা করে লারা বলেন, যেখানে ক্রিকেট ম্যাচে দর্শকরা বাড়তি বিনোদন থেকে একেবারেই বঞ্চিত হচ্ছে, সেখানে এ ধরণের শাস্তি দেওয়াটা আইসিসির ঠিক হয়নি। ৫০ ওভারের ম্যাচ থেকে অনেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। কিন্তু ম্যাচে যদি যুদ্ধ যুদ্ধ ভাব থাকে তাতে দর্শকরা খেলার বাইরেও বাড়তি উত্তেজনা উপভোগ করতে পারেন।

তিনি আরও যোগ করেন, আমি আইসিসির এ সিদ্ধান্তকে মেনে নিতে পারছি না। আমি রিয়াজের সঙ্গে সাক্ষাৎ করতে চাই এবং তার জরিমানার অর্থ আমি দিতে চাই। সে ম্যাচে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করেছে। ওয়াটসনকে সে সময় মনে হচ্ছিল স্কুলের নতুন ছাত্র। আর তাদের দু’জনের এ যুদ্ধটা ক্রিকেট দর্শকরা বেশ ভালোভাবেই নিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ২২ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।