ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হোল্ডারই থাকছেন ক্যারিবীয়দের অধিনায়ক

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
হোল্ডারই থাকছেন ক্যারিবীয়দের অধিনায়ক

ঢাকা: বিশ্বকাপ শুরু হবার আগে হঠাৎ করেই ওয়েস্ট ইন্ডিজের ‍অধিনায়ক করে দেয়া হয় অনভিজ্ঞ জেসন হোল্ডারকে। সেই সঙ্গে বাদ পড়েন ক্যারিবীয় বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়া সাবেক অধিনায়ক ডোয়াইন ব্রাভো।



তবে বিশ্বকাপ থেকে অনেক কিছু শিখেছে জানিয়ে হোল্ডার বলেন, নতুন কোচ ফিল সিমন্সের অধীনে তিনি দলের অধিনায়ক হিসেবেই থাকতে চান।

হোল্ডারের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৩ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। ২৩ বছর বয়সী এ ফাস্ট বোলার জানান, দলের ভবিষ্যত নিয়ে আমি চিন্তা করছি।

হোল্ডার বলেন, ‘আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তবে আমি দলের অধিনায়ক হতে পেরে গর্বিত। আর আমি এখন সামনের দিকে তাকিয়ে আছি। ’ তিনি আরও বলেন, ‘আমি ক্যারিবীয়দের দায়িত্বে থাকতে কোনো ধরণের খারাপ কিছু অনুভব করিনি। দলের এখন খারাপ সময় আর এ সময় আমি দলের পাশে থাকতে চাই। ’

হোল্ডারের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ একাদশ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করেছিল। তবে পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে জিতে আবারো জয়ের ধারায় ফিরে আসে। কিন্তু দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে হারলেও শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরতের বিপক্ষে জয় নিয়ে শেষ আটে খেলা নিশ্চিত করে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।