ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নেই আলিম দার, থাকছেন ইয়ান গৌল্ড

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
নেই আলিম দার, থাকছেন ইয়ান গৌল্ড বাঁ থেকে ইয়ান গৌল্ড, রড টাকার, কুমার ধর্মসেনা ও রিচার্ড কেটেলবোরো

ঢাকা: চলতি বিশ্বকাপের দুই সেমিফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশ ও ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচের বিতর্কিত পাকিস্তানি আম্পায়ার আলিম দারকে এই তালিকায় রাখা হয়নি।

তবে, ইংলিশ আম্পায়ার ইয়ান গৌল্ড ঠিকই আছেন।

২৪ মার্চ (মঙ্গলবার) প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। অকল্যান্ডে বাংলাদেশ সময় সকাল ৭টায় খেলা শুরু হবে।

ম্যাচ রেফারি থাকবেন অস্ট্রেলিয়ার ডেভিড বুন। মাঠের দুই আম্পায়ার হচ্ছেন ইংল্যান্ডের ইয়ান গৌল্ড ও অস্ট্রেলিয়ার রড টাকার। থার্ড আম্পায়ারের দায়িত্বে আছেন ইংল্যান্ডের নাইজেল লং। আর ফোর্থ বা চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ার ব্রুস ওক্সেনফোর্ড।

২৬ মার্চ (বৃহস্পতিবার) দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

ম্যাচ রেফারির দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে। মাঠের দুই আম্পায়ারের দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও ইংল্যান্ডের রিচার্ড কেটেলবোরো। থার্ড আম্পায়ার হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমাস। ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থকে চতুর্থ আম্পায়ার হিসেবে রাখা হয়েছে।

উল্লেখ্য, ফাইনাল ম্যাচের আম্পায়ারদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। ২৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘন্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।