ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিলে গেল টেন্ডুলকারের ভবিষ্যদ্বাণী

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
মিলে গেল টেন্ডুলকারের ভবিষ্যদ্বাণী শচীন টেন্ডুলকার

ঢাকা: মাঠের খেলায় যেমন নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন, ঠিক তেমনি ভবিষ্যদ্বাণী করেও সফলতা পেলেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। চলমান ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের ব্যাপারে সাবেক ক্রিকেটার শচীনের করা ভবিষ্যদ্বাণী পুরোই মিলে গেছে।



বিশ্বকাপ শুরু হওয়ার আগে সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের নাম ঘোষণা করেছিলেন ভারতের কিংবদন্তি শচীন। ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এই চার দলই ছিল শচীনের পছন্দের তালিকায়।

শচীন বলেছিলেন, ‘শিরোপা কোন দল জিতবে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। বেশ কয়েকটি শক্তিশালী টিম রয়েছে। আমার মতে, দুই স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ছাড়াও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। আশা করছি, চারটি দলই সেমিফাইনালে পৌঁছাবে। ’

তিনি ‍আরও বলেছিলেন, ‘নিউজিল্যান্ড চমক দেখাতে পারে। ভারতীয় দলে ভালো মানের স্পিনার রয়েছে। এটিই যেকোনো দলকে চমকে দিতে পারে। ইংল্যান্ড ভালো দল হলেও তাদের সেমিতে উঠার কোনো সম্ভাবনা নেই। ’

উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে হেরে সেমিফাইনাল তো দূরে থাক গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ইংলিশরা।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘন্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।