ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে কিউইদের সেরা উইকেট শিকারী বোল্ট

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
বিশ্বকাপে কিউইদের সেরা উইকেট শিকারী বোল্ট ছবি : সংগৃহীত

ঢাকা: ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের পক্ষে ইতিহাসে সর্বোচ্চ ২১ উইকেট শিকারী বনে গেছেন স্পিডস্টার ট্রেন্ট বোল্ট।

এবারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (২৪ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনার কুইন্টন ডি ককের উইকেট তুলে নেওয়ার মাধ্যমে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।



বোল্টের আগে কিউইদের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন জিওফ অ্যালট। ১৯৯৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে ২০ উইকেট ঝুলিতে ভরেছিলেন তিনি।

কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সাত ম্যাচ খেলে ১৯ উইকেট নেওয়া বোল্ট সেমিফাইনালে খেলতে নেমে শুরুতেই প্রোটিয়া ওপেনার হাশিম আমলাকে বোল্ড করে সাজঘরে পাঠান। এর মাধ্যমে তিনি জিওফ অ্যালটের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান। চতুর্থ ওভারে প্রথম আঘাতের পর অষ্টম ওভারে ডি কককে আরেক বোলার টিম সাউদির ক্যাচ বানিয়ে ফেরত পাঠিয়ে ছাড়িয়ে যান অ্যালটকে।

ম্যাচে এখনও তিন ওভার বাকি রয়েছে বোল্টের। এরপর নিউজিল্যান্ড যদি ফাইনালে পৌঁছে যেতে পারে তবে সেখানেও খেলার সুযোগ থাকছে এই নয়া গতিদানবের। সেসব বিবেচনায় ২৩টি ওয়ানডে খেলা প্রায় ২৬ বছর বয়সী বোল্ট এখন কোথায় গিয়ে থামেন তা-ই দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।