ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতীয়দের প্রশংসায় অস্ট্রেলিয়া!॥ অঘোর মন্ডল, সিডনি থেকে

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
ভারতীয়দের প্রশংসায় অস্ট্রেলিয়া!॥ অঘোর মন্ডল, সিডনি থেকে ছবি : সংগৃহীত

৪৮ ঘন্টায় অনেক কিছু পাল্টে যেতে পারে। পাল্টে যেতে পারে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের মাঝখানের জায়গাটির চরিত্রও।

আপাতত জায়গাটি সাদা ক্যানভাসে ঢাকা। না ঢেকে  উপায়ও নেই। কারণ, বৃষ্টি হচ্ছে সিডনিতে।   তাতে অবশ্য সেমিফাইনাল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। তেমনটি জানাচ্ছে আবাহওয়া দপ্তর। ২৬ মার্চ, সিডনির আকাশ পরিষ্কার থাকবে। কিন্তু কার ভাগ্যাকাশ মেঘে ঢেকে যাবে সেটা নিয়েই সবার আগ্রহ। আর সেই আগ্রহের সম্ভাব্য উত্তরের  আপাত একটা অনুঘটক অবশ্যই মাঝখানের ঐ কাভার ঢাকা জায়গাটা।

কেমন হবে সিডনির উইকেট? সেটা জানতে মিডিয়া ঘণ্টা বাজিয়েই যাচ্ছে! সঙ্গে একটু ফুটনোট দিতে হচ্ছে; মিডিয়া বলতে ভারতীয় মিডিয়ার বড় একটা অংশ। অবশ্য তাদেরই বা দোষ দেবেন কিভাবে? ভারতীয় দল তো মিডিয়া থেকে প্রায় শতহাত দূরত্ব বজায়ে রেখে চলছে! ম্যাচের আগের দিন আর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন ছাড়া তাদের মিডিয়া ম্যানেজার তো একটা লাইন লিখেই যাচ্ছেন; ‘নো মিডিয়া অ্যাকটিভিটিজ!’ তারপরও তো মিডিয়াকে কিছু একটা করতে হবে। তাই ঐ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের সংবাদ সম্মেলনেও ঘুরে ফিরে ভারত প্রসঙ্গ একটু বেশি! সিডনি  ক্রিকেট গ্রাউন্ডের প্রেস কনফারেন্স রুমে তাই উইকেট, ভারতীয় বোলিং অ্যাটাক এই বিষয়গুলোই বেশি আলোচনায় এলো। অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে বরং তার নিজের দল অস্ট্রেলিয়া নিয়েই কম কথা বলতে হলো!

সেমিফাইনালের আগে মঙ্গলবার দিনটা ভারতীয়রা কাটালো হোটেলে। বিশ্রামে। অস্ট্রেলিয়া প্র্যাকটিস করলো। তবে সেটাও খানিকটা ঐচ্ছিক। যারা এলেন তারা অবশ্য নেটে স্পিনারদের বিপক্ষে প্র্যাকটিসটা একটু বেশি  করলেন। তাহলে কি সিডনির উইকেট খানিকটা টিপিক্যাল সিডনি উইকেট-ই থাকছে। যেখানে স্পিনার এবং স্লো বোলাররা একটু বাড়তি সুবিধা পান। রবি চন্দন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা, এই দুই ‘আর’-কে  নিয়ে কি ভাবতে শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়া দলের কম্পিউটার অ্যানালিস্টকে কি একটু বেশি সময় দিতে হচ্ছে ঐ দুই ভারতীয়র বোলিং ফুটেজ নিয়ে! হয়তো বা।

কিন্তু অ্যারন ফিঞ্চের সংবাদ সম্মেলনে ভারতীয় বোলারদের মধ্যে একটু বেশি সময় ধরে আলোচনা হলো মোহাম্মদ সামিকে নিয়ে। আলোচনা হওয়ারই কথা। খুব ভাল ফর্মে আছেন এই পেসার। অ্যারন ফিঞ্চ কেন, অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটাররাও প্রশংসা করছেন এই পেসারের। ধারাবাহিকভাবে ভাল করে যাচ্ছেন তিনি। ভাল জায়গায় বল রেখে যাচ্ছেন একই গতিতে। ফিঞ্চও তাই সামিকে একটু সম্ভ্রম করে কথা বললেন। ‘খুব ভাল ফর্মে আছে। ভাল বোলার বলতেই হবে। অস্ট্রেলিয়ায় লম্বা একটা সময় কাটানোর ফল পাচ্ছে। শুধু সামি নয়, ভারতীয়দের বোলিংকে একটা টিম ওয়ার্ক মনে হচ্ছে। সবাই ভাল করছেন। ’

সংবাদ সম্মেলনে ভারতীয় বোলিঙের প্রশংসাটা এভাবেই করলেন অ্যারন ফিঞ্জ। প্রশংসা করলেন তিনি ধোনির নেতৃত্বে ভারতীয় দলটারও। ‘ওরা এখানে টানা সাতটা ম্যাচ জিতে এসেছে। অবশ্যই ভাল দল। অনেকদিন ধরে অস্ট্রেলিয়ায় আছে তারা। এখানকার সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়েছে। যে কারণে বিশ্বকাপে এসে টানা সাতটা ম্যাচ জিতলো। ’ কিন্তু পরের ম্যাচটা কি জিতবে? এ প্রশ্নের উত্তরে সবাই ডিফেন্সিভ। অ্যারন ফিঞ্চও ব্যতিক্রম নন। ‘দুটো  সেরা দলই-তো মুখোমুখি হবে। ভাল ম্যাচ আশা করা যেতে পারে। ’

ভাল ম্যাচ  আশা করা হয়েছিল সিডনিতে কোয়ার্টার ফাইনালেও। কিন্তু একপেশে ম্যাড়মেড়ে একটা ম্যাচ দেখা গিয়েছিল সাউথ আফ্রিকা আর শ্রীলংকার মধ্যে। সেখানে একটা অনুপ্রেরণা খুঁজে পাচ্ছে ভারত। কারণ ঐ ম্যাচে স্লো বোলাররা ভাল করেছিলেন। ভারত তাই তাকিয়ে থাকতেই পারে জাদেজা, অশ্বিন, রায়না, রোহিতের বোলিং এর দিকে। কিন্তু সেটা হতে পারে পাল্টে যাওয়া পরিস্থিতিতে। তার আগে এবারের বিশ্বকাপে ভারতীয়দের সাফল্যের অন্যতম কারিগর সামি-উমেশ যাদব-মোহিত শর্মার উপর থেকে আস্থা হারানোর কোন কারণ দেখছেন না কেউ।

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের জন্য ভারতীয়দের আস্থা অবশ্যই তাদের শক্তিশালী ব্যাটিং লাইনের উপর। অস্ট্রেলিয়ানরাও মনে করছেন, ভারতীয়দের শক্তির দিকটা তাদের ব্যাটিং। অনেক দিন অস্ট্রেলিয়ায় ঘুরে বেড়ানোর পর এখন ওরা এটাকে প্রায় নিজেদের হোম বানিয়ে ফেলেছে। গ্যালারির দিকে তাকালেও তাই মনে হবে। নীল সমুদ্র। ভারতীয় সমর্থদের সরব উপস্থিতি। এরপর যদি নিজেদের পছন্দমতো ব্যাটিং উইকেট পেয়ে যায় তারা, তাহলে কাপ ধরে রাখার পথে আরো একধাপ এগিয়ে গেলেও যেতে পারে ভারত। কিন্তু মাইকেল ক্লার্ককে যে অধিনায়কত্বটা ধরে রাখতে হলে ম্যাচটা জিততে হবে। এই ম্যাচ হারা মানে তার ওয়ানডে ক্যারিয়ারের উপর শুধু মেঘ জমে যাওয়া নয়; নিশ্চিত সমালোচনার ঝড়ে ভেসে যাবেন তিনি। শুধু অধিনায়কত্ব কেন, দলে জায়গাও হারাতে পারেন মাইকেল ক্লার্ক। হয়তো স্টিভ ওয়াহ’র মতো তাকেও বলে দেয়া হবে, ‘তোমাকে নিয়ে আর আমরা ভাবছি না। আমাদের ভাবনায় ২০১৯ বিশ্বকাপ। ’ তাহলে জর্জ বেইলি নাকি স্টিভ স্মিথ! লক্ষ্য যখন দূরের তাহলে শেষ নামটাই। অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলেও তেমন কথাই শোনা যায়।

তবে ইংল্যান্ড বিশ্বকাপ কেন; অস্ট্রেলিয়াতো ভাবছে মেলবোর্নের ফাইনাল নিয়ে। তাদের সেই ভাবনার ফোকাসটা ভারতীয়রা কি শিফট করে ইংল্যান্ডমুখি করে দিতে পারবে?

বাংলাদেশ সময় ১২০৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

** সিডনিই বলে দেবে বিশ্বকাপটা সত্যিই ‘আউট সাইড এশিয়া’ কিনা! | অঘোর মন্ডল, সিডনি থেকে
** মহাতারকাদের ক্রিকেট আড্ডায়ও বাংলাদেশ। । অঘোর মন্ডল, সিডনি থেকে
** আবেগ মেলবোর্নে, যুদ্ধটা সিডনিতে॥ অঘোর মন্ডল, সিডনি থেকে
** তবু ‘চোক’ শব্দটাকে এড়ানো যাচ্ছে না | সিডনি থেকে অঘোর মন্ডল
** জয়ের চেয়ে ভাল প্রস্তুতি আর কি হতে পারতো!| অঘোর মন্ডল, সিডনি থেকে
** বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ হ্যাডলিও |‍| অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে
** মাহমুদুল্লাহর ইনিংস টেনে আনলো মার্টিন ক্রো-কে। । অঘোর মন্ডল, হ্যামিল্টন থেকে
** ক্লাস অব জিরো এইট! ‍|‍| অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে
** অ্যাডিলেডে শরতের রংও যেন লাল-সবুজ | অঘোর মন্ডল, অ্যাডিলেড থেকে
** ওয়ানডে-তে বোলাররা এখন শ্রমিকের ভূমিকায়! অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে

** অনেক নাটক জন্ম দিতে পারে ইডেন পার্ক ॥ অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে
** ইয়র্কার এখন বিরল ডেলিভারি!॥ অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে
** বিশ্বকাপের রান উৎসবে বাংলাদেশও ॥ অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে
** নেলসনে টাইগারদের তিন ‘ল্যান্ড’ হার্ডল ॥ অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে
** ইংল্যান্ড পারলে বাংলাদেশ কেন নয়? । । অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে
** শচীন আছেন শচীন নেই! | অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে
** ব্রিলিয়ান্ট! সুপার! গ্রেট! অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** বাংলাদেশের ব্র্যান্ড সাকিব!|| অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** মিরপুর টেক্কা দিচ্ছে মেলবোর্নকে ॥ অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** অস্ট্রেলীয় ক্রিকেট সংস্কৃতি নিয়ে বাকযুদ্ধ ॥ অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** নীল-হলুদ নাকি লাল-সবুজের ঢেউ ॥ অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** চোক’ কি ক্রিকেটীয় জোক?। । অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** ব্রিসবেনে আক্ষেপের উল্টোপিঠে স্বস্তিও॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** সাকিব-ই সেরা মানতে অসুবিধা কোথায়!॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** ব্রিসবেনে আক্ষেপের উল্টোপিঠে স্বস্তিও॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** বৃষ্টিবিলম্বিত ক্লার্কের ফেরা! না থেকেও আছেন আশরাফুল॥ ব্রিসবেন থেকে অঘোর মন্ডল
** শঙ্কার চোরা স্রোত ব্রিসবেনে॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** ম্যাচের নায়করা ছিলেন বাইশ গজের বাইরে। । অঘোর মন্ডল, ক্যানবেরা থেকে
** ‘সি’ ফর ক্রিকেট নাকি সাইক্লোন!॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।