ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে দ. আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রান ভিলিয়ার্সের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
বিশ্বকাপে দ. আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রান ভিলিয়ার্সের ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন এবি ডি ভিলিয়ার্সে। মঙ্গলবার (২৪ মার্চ) নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে প্রোটিয়া দলপতি ৪৫ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেললে এ বিশ্বকাপে তার সংগ্রহ দাঁড়ায় ৪৭১।



ভিলিয়ার্সের ‍আগে রয়েছেন অর্থাৎ দক্ষিণ আফ্রিকানদের মধ্যে সর্বোচ্চ রান এখনও সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিসের। ২০০৭ এর ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ৪৮৫ রান করেছিলেন ক্যালিস।

ভিলিয়ার্সের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা যদি সেমিফাইনালে জিতে ফাইনালে পৌঁছে যেতে পারে, তবে সেক্ষেত্রে ক্যালিসকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে তার সামনে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।