ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএলকে ‘না’ বললেন পিটারসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
আইপিএলকে ‘না’ বললেন পিটারসেন কেভিন পিটারসেন

ঢাকা: আগামী মাসেই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসর। সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন।

কিন্তু সেই চুক্তি বাতিল করে দিয়েছেন কেপি।

ইংল্যান্ডের জার্সি ‍গায়ে ফের জাতীয় দলে খেলার বাসনা তার। তাইতো আইপিএলের চুক্তি বাতিল করে কাউন্টি ক্রিকেটে মনোযোগী হচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

এপ্রিলে শুরু হচ্ছে কাউন্টি ক্রিকেট। সেখানে ভালো করে ইংলিশ নির্বাচকদের নজড় কাড়তে চান এই তারকা ক্রিকেটার। এরই মধ্যে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সারে’র সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন। সারের পরিচালক ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালেক স্টুয়ার্ট চু্ক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টুয়ার্ট বলেছেন, ‘কেপির লক্ষ্য ইংল্যান্ড দলে ফেরা। বড় স্কোর গড়েই দলে ফিরতে চান তিনি। আমরা তাকে পেয়ে খুশি। সারের জন্য কেপি অনেক বড় সম্পদ। ’  

এদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের পরামর্শক ও সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষন স্কাই স্পোর্টস নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আইপিএলের নিলামে কেভিনকে পেয়ে আমরা উচ্ছ্বসিত ছিলাম। তবে আমরা তার নতুন সিদ্ধান্ত মেনে নিয়েছি। সে (পিটারসেন) ইংল্যান্ড দলে ফিরতে চায়। দলে ফেরার জন্য কাউন্টি ক্রিকেটই তার প্রধান রাস্তা। ’

৩৪ বছর বয়সী পিটারসেন ইংল্যান্ডের হয়ে ১০৪টি টেস্ট ও ১৩৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২০১৪ সালের জানুয়ারীতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২৬ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।