ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১০ দল নিয়েই আগামী বিশ্বকাপ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
১০ দল নিয়েই আগামী বিশ্বকাপ ডেভিড রিচার্ডসন

ঢাকা: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে সহযোগী দেশগুলো ভালো পারফরম্যান্স করে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে। তবে ইংল্যান্ডে অনুষ্ঠিত আগামী ২০১৯ বিশ্বকাপে ১০ দলের অংশগ্রহনেই হবে বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।



২০১৯ বিশ্বকাপ ১০ দলের অংশগ্রহন নিশ্চিত করতে এ বছরের শেষ দিকে বোর্ড সভায় বসবে আইসিসি। তবে সেই সভায় বসার পরও পরিকল্পনার পরিবর্তন হবে না বলে জানিয়েছেন রিচার্ডসন।

রিচার্ডসন বলেন, ‘এই বির্তক চলতেই থাকবে যে, বিশ্বকাপ ১০, ১২, ১৪ নাকি ১৬ দলের হবে। তবে ক্রিকেটের ভালোর জন্য আমরা এমন সিদ্ধান্ত নিচ্ছি। ’

দ.আফ্রিকান রিচার্ডসন আরো বলেন, ‘আমরা এখন একটি পক্রিয়ার মধ্যে চলে এসেছি। যার কারণে এখান থেকে আমাদের পিছিয়ে যাবার তেমন সুযোগ নেই। ’

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেসব দল ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ আটে থাকবে শুধুমাত্র তারাই বিশ্বকাপে সরাসরি অংশগ্রহন করতে পারবে। বাকি দুটি দলকে বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপে খেলতে হবে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।