ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মহারণের আম্পায়ার যারা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
মহারণের আম্পায়ার যারা ছবি: সংগৃহীত

ঢাকা: ১৯ মার্চ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে বেশ কয়েকটি ভুল সিদ্ধান্ত দেন মাঠের দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ড। ওই ম্যাচে টিভি আম্পায়ার স্টিভ ডেভিসও কম যাননি।

তাদের ‘ভুল’ সিদ্ধান্তে কপাল পোড়ে টাইগারদের।

তবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের জন্য খুশির খবর এই, ২৯ মার্চের ফাইনালে মাঠের দায়িত্ব তাদের কাউকে দেওয়া হয়নি।

রোববার মেলবোর্নের ফাইনালে মাঠে থাকছেন শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনা এবং ইংল্যান্ডের রিচার্ড ক্যাটেলবার্গ।

টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন দ. আফ্রিকার মারাইস এরাসমুস। আর ম্যাচ রেফারি হিসেবে থাকবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।

তবে, রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালের বিতর্কিত আম্পায়ার আম্পায়ার ইয়ান গোল্ড।

ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের ম্যাচ অফিসিয়ালরাই ফাইনালের দায়িত্ব পালন করছেন। শুধুমাত্র রিজার্ভ ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওর্থের জায়গায় এসেছেন ইয়ান গোল্ড।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।