ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে

গায়ের জোরে বিশ্বকাপ ট্রফি দেবেন শ্রীনিবাসন!

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
গায়ের জোরে বিশ্বকাপ ট্রফি দেবেন শ্রীনিবাসন!

বাংলাদেশ ক্রিকেট আরও একবার লাঞ্ছিত হতে যাচ্ছে আইসিসির মোড়কে ভারতীয় আধিপত্যবাদের কাছে! আরও পরিষ্কার করে বললে বলতে হচ্ছে ভারতীয় সুপ্রিম কোর্ট যাকে বিসিসিআই এর প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে দেননি সেই এন শ্রীনিবাসনের কাছে!

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে যাকে নৈতিকতার প্রশ্নে  এক ধরনের নির্বাসনে পাঠানো হয়েছে চেন্নাইয়ের সেই ভদ্রলোক এবার আইসিসি-র গঠনতন্ত্রকে  দুমড়ে মুচড়ে নিজের আধিপত্য প্রতিষ্ঠার জন্য বেছে নিলেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চকে! আইসিসি’র গঠনতন্ত্র অনুযায়ী বিশ্বকাপ ট্রফি চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেয়ার কথা আইসিসির প্রেসিডেন্ট এবং বিসিবি’র সাবেক প্রেসিডেন্ট আ হ ম ম‍ুস্তফা কামালের। কিন্তু শ্রীনিবাসনের স্বৈরাচারী আচরণের কাছে হার মানতে হচ্ছে তাঁকে!

ফাইনালের আগের দিন মেলবোর্নে হাজির থাকা কয়েকটা দেশের বোর্ড প্রেসিডেন্টকে নিয়ে জরুরি মিটিং করেন আইসিসি’র চেয়ারম্যান শ্রী নিবাসন।

সেখানে তিনি তাঁর জোট মিত্রদের বলেন, ‘আইসিসি প্রেসিডেন্ট ভারত-বাংলাদেশ ম্যাচের পর যে মন্তব্য করেছেন তাতে বিশ্বকাপ তুলে দেয়ার নৈতিক অধিকার হারিয়েছেন তিনি!’

হায়! নৈতিকতার কথা বলছেন কে! যাকে ভারতের সুপ্রিম কোর্ট বার বার বলেছেন; বোর্ড সভাপতি থাকার নৈতিক অধিকার তাঁর নেই। যে কারণে তিনি বিসিসিআই এর নির্বাচনে  প্রার্থী হতে পারলেন না, সেই তিনি বিশ্ব ক্রিকেটকে নৈতিকতার ছবক দিচ্ছেন!

ক্রিকেট বিশ্ব বিগ থ্রি- ‘ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড’-ও যে দাপটের কথা শুনে আসছে সেটা দেখা যাবে বিশ্বকাপ ফাইনালেও! আইসিসি’র গঠনতন্ত্র অনুযায়ী বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেয়ার কথা আইসিসি প্রেসিডেন্টের। কিন্তু সেই গঠনতন্ত্রকে পদদলিত করে স্রেফে গায়ের জোরে ট্রফি দিতে যাচ্ছেন এন শ্রী নিবাসন! জরুরি বৈঠকে আইসিসির সভাপতি জিজ্ঞাসা করেছিলেন, এতে কি আইসিসির গঠনতন্ত্র ভঙ্গ হচ্ছে না! উত্তরে নাকি শ্রী নিবাসন বলেন; ‘আপনি নিজেই আইসিসির গঠনতন্ত্র ভঙ্গ করে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে মন্তব্য করেছেন’। জবাবে মোস্তফা কামাল জানতে চান, ‘আমি কি আইসিসির প্রেসিডেন্ট আছি?’ উত্তর আসে, ‘হ্যাঁ’। আগামী কাল কি আমি আইসিসি’র প্রেসিডেন্ট থাকবো? তার উত্তরেও শ্রীনিবাসনকে বলতে হয়েছে, ‘হ্যাঁ, থাকবেন। ’ তাহলে আমি কেন বিশ্বকাপ ট্রফি দিতে পারবো না? সেই প্রশ্নের উত্তর নেই শ্রীনিবাসনের কাছে। বরং তিনি বলেন, ‘আপনি এখন বাইরে যান। আমরা আপনার সম্পর্কে আলোচনা করছি। ’ এরপরই সিদ্ধান্ত নেয়া হয়, আইসিসির চেয়ারম্যান বিশ্বকাপ ট্রফি দেবেন!

ওই জরুরি সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি একটু দেরি করেই গিয়েছিলেন বলে জানা যায়। এবং পরে তিনি বলেন, ‘কাজটা আপনারা ভালো করলেন না। ’

আসলে আইসিসি এখন আর বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা নেই। এটা এখন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে। তার প্রমাণ আরও একবার পাওয়া যাবে ফাইনালের পর।

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

** অস্ট্রেলিয়ার আগে কিউইদের এমসিজি দখল | অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** এসসিজিতে ভারতের হার, এমসিজিতে ট্র্যান্স-তাসমান ব্যাটেল | অঘোর মন্ডল, সিডনি থেকে
** ভারতীয়দের প্রশংসায় অস্ট্রেলিয়া!॥ অঘোর মন্ডল, সিডনি থেকে
** সিডনিই বলে দেবে বিশ্বকাপটা সত্যিই ‘আউট সাইড এশিয়া’ কিনা! | অঘোর মন্ডল, সিডনি থেকে
** মহাতারকাদের ক্রিকেট আড্ডায়ও বাংলাদেশ। । অঘোর মন্ডল, সিডনি থেকে
** আবেগ মেলবোর্নে, যুদ্ধটা সিডনিতে॥ অঘোর মন্ডল, সিডনি থেকে
** তবু ‘চোক’ শব্দটাকে এড়ানো যাচ্ছে না | সিডনি থেকে অঘোর মন্ডল
** জয়ের চেয়ে ভাল প্রস্তুতি আর কি হতে পারতো!| অঘোর মন্ডল, সিডনি থেকে
** বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ হ্যাডলিও |‍| অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে
** মাহমুদুল্লাহর ইনিংস টেনে আনলো মার্টিন ক্রো-কে। । অঘোর মন্ডল, হ্যামিল্টন থেকে
** ক্লাস অব জিরো এইট! ‍|‍| অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে
** অ্যাডিলেডে শরতের রংও যেন লাল-সবুজ | অঘোর মন্ডল, অ্যাডিলেড থেকে
** ওয়ানডে-তে বোলাররা এখন শ্রমিকের ভূমিকায়! অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে

** অনেক নাটক জন্ম দিতে পারে ইডেন পার্ক ॥ অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে
** ইয়র্কার এখন বিরল ডেলিভারি!॥ অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে
** বিশ্বকাপের রান উৎসবে বাংলাদেশও ॥ অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে
** নেলসনে টাইগারদের তিন ‘ল্যান্ড’ হার্ডল ॥ অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে
** ইংল্যান্ড পারলে বাংলাদেশ কেন নয়? । । অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে
** শচীন আছেন শচীন নেই! | অঘোর মন্ডল, অকল্যান্ড থেকে
** ব্রিলিয়ান্ট! সুপার! গ্রেট! অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** বাংলাদেশের ব্র্যান্ড সাকিব!|| অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** মিরপুর টেক্কা দিচ্ছে মেলবোর্নকে ॥ অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** অস্ট্রেলীয় ক্রিকেট সংস্কৃতি নিয়ে বাকযুদ্ধ ॥ অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** নীল-হলুদ নাকি লাল-সবুজের ঢেউ ॥ অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** চোক’ কি ক্রিকেটীয় জোক?। । অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** ব্রিসবেনে আক্ষেপের উল্টোপিঠে স্বস্তিও॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** সাকিব-ই সেরা মানতে অসুবিধা কোথায়!॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** ব্রিসবেনে আক্ষেপের উল্টোপিঠে স্বস্তিও॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** বৃষ্টিবিলম্বিত ক্লার্কের ফেরা! না থেকেও আছেন আশরাফুল॥ ব্রিসবেন থেকে অঘোর মন্ডল
** শঙ্কার চোরা স্রোত ব্রিসবেনে॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** ম্যাচের নায়করা ছিলেন বাইশ গজের বাইরে। । অঘোর মন্ডল, ক্যানবেরা থেকে
** ‘সি’ ফর ক্রিকেট নাকি সাইক্লোন!॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।