ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অধিনায়কত্ব নিয়ে মাথা ঘামান না বেইলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
অধিনায়কত্ব নিয়ে মাথা ঘামান না বেইলি ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জর্জ বেইলি জানিয়েছেন, মাইকেল ক্লার্কের অবসরের পর অজি অধিনায়ক হওয়ার জন্য তার কোন মাথা ব্যথা নেই। এর আগে ক্লার্কের ইনজুরির কারণে দলের নেতৃত্ব দিয়েছিলেন এ ডানহাতি ব্যাটসম্যান।



২০১৫ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্লার্কের অনুপুস্তিতে ইংল্যান্ডের বিপক্ষে বেইলির নেতৃত্বেই মাঠে নামে অজিরা। পরে মেলর্বোনের সেই ম্যাচটিতে বড় ব্যবধানেই জয় পায় স্বাগতিকরা। তবে নিজেদের পরের ম্যাচে ক্লার্ক সুস্থ হয়ে ফিরে আসায় দলের বাইরে থাকতে হয় বেইলিকে।

অজিদের হয়ে ৫৭ ওয়ানডে খেলা বেইলি ৪২ গড়ে রান করেছেন। তবে ক্যাঙ্গারুদের পঞ্চম শিরোপা জয়ের ম্যাচেও সাইড বেঞ্চে ছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে বেইলি বলেন, ‘গত ছয় সপ্তাহ আমি দলের হয়ে মাঠে নামিনি। তবুও আমি নিজের কল্পনায়ও আমাকে অধিনায়ক ভাবিনা। দলের সঙ্গে থাকাটাই আমার সবচেয়ে বড় কাম্য। ’

তিনি আরো বলেন, ‘সম্প্রতি গত কয়েক বছর আমি ক্রিকেটে দারুণ সময় পার করেছি। আর অজিদের হয়েই সেরা সময় কেটেছে আমার। ’

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।