ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিদায় বললেন ভেট্টোরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
বিদায় বললেন ভেট্টোরি

ঢাকা: নিউজিল্যান্ড ক্রিকেট দলের হয়ে আর মাঠে নামবেন না বাঁহাতি অর্থডক্স স্পিনার ডেনিয়েল ভেট্টোরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত রোববারের (২৯ মার্চ) ম্যাচটিই ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।



বিশ্বকাপের এগারোতম আসরের ফাইনাল শেষে অস্ট্রেলিয়া থেকে ফিরে অকল্যান্ড বিমানবন্দরে নেমে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাঁহাতি লিজেন্ড এ স্পিনার। এ ঘোষণার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটকে বিদায় জানালেন ভেট্টোরি।

বিমানবন্দরে সংবাদ সম্মেলনে ভেট্টোরি বলেন, মেলবোর্নের ফাইনাল ছিল আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। বিদায় স্মরণীয় করে রাখতে ওই ম্যাচ ছিল দারুণ সুযোগ।

সব ধরনের সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান ভেট্টোরি, বিশেষ করে অধিনায়ক ম্যাককালাম ও কোচ হেস্সনের কথা উল্লেখ করেন তিনি।

বারবার ইনজুরিতে পড়‍ার পর ফিরে আসতে পারা ও এখানে উপস্থিত হতে পারার জন্য নিজেকে ধন্য মনে করি, যোগ করেন ভেট্টোরি।

১৮ বছর আগে ১৯৯৭ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআইয়ে অভিষেক হয় ভেট্টোরির। ৩৬ বছর বয়সী লিজেন্ড এ স্পিনার ২৯৫টি ওডিআই খেলে ৩০৫টি উইকেট তুলে নেন। সেরা বোলিং ৭ রানে ৫ উইকেট। এছাড়া ওডিআইয়ে তার দুই হাজারের বেশি রান রয়েছে।

একই বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তার। টেস্টে ১১৩ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৩৬২টি। দুই ইনিংসে তিনবার ১০ উইকেট নেওয়া এ লিজেন্ডের সেরা ৮৭ রানে ৭ উইকেট। আর টি২০ তে ৩৪ ম্যাচ থেকে নিয়েছেন ৩৮ উইকেট।

এদিকে ভোট্টোরির বিদায়ের খবরে অনেকে দুঃখ প্রকাশ করেছেন। ওডিআইয়ে তার মতো দ্বিতীয় স্পিনার নেই বলে এক টুইটে লেখেন কেন উইলিয়ামসন।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫/আপডেট: ০৯৪৮ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।