ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে চলছে আধুনিকায়নের কাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
মিরপুরে চলছে আধুনিকায়নের কাজ সংগৃহীত

ঢাকা: বিগত কয়েকটি বছরে চোখে পড়ার মতো পরিবর্তন ঘটেছে বাংলাদেশের ক্রিকেটে। দ্বি-পাক্ষিক সিরিজ খেলা ও আয়োজনের সুযোগ বাড়ছে বাংলাদেশের।

শুধু জাতীয় দলই নয়; দেশের মাটিতে বয়সভিত্তিক দলগুলোর খেলার হারও বেড়েছে।

তবে সেভাবে বেড়ে ওঠেনি ম্যাচের ভেন্যু। তাই সকল সিরিজের বেশিরভাগ ম্যাচই গড়ায় হোম অব ক্রিকেট মিরপুরে। এই একটি ভেন্যুর উপরই নির্ভরশীলতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

তাই বিসিবি চাইছে বাংলাদেশের হোম অব ক্রিকেট শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে আরো আধুনিকায়ন করতে। আসন্ন পাকিস্তান সিরিজ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর উপলক্ষে আধুনিকায়নের নানা কাজ চলছে স্টেডিয়ামজুড়ে।

প্রতিটি আন্তর্জাতিক সিরিজের আগেই কর্মযজ্ঞ বাড়ে স্টেডিয়ামে। তবে এবার কাজের ব্যাপকতা আগের যে কোনো বারের চেয়ে বেশি। মিরপুর স্টেডিয়ামকে ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও রয়েছে বিসিবির।
 
বর্তমানে মাত্র ২৬ হাজার দর্শক ধারণক্ষমতা রয়েছে এই স্টেডিয়ামের। তবে এ আসন সংখ্যা বাড়ানোর কথা ভাবছে বিসিবি।

জানা গেছে,  এ স্টেডিয়ামের আসন সংখ্যা ২৬ হাজার থেকে ৪০-৪৫ হাজারে উন্নীত করা ও চারিদিকে ৩ তলা গ্যালারি নির্মানের কথা ভাবছে ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষ।

এছাড়া মিরপুরে একটি ক্রিকেট মিউজিয়াম গড়ার পরিকল্পনা রয়েছে বিসিবি’র। গত বছরের ১৬ ডিসেম্বর মিরপুরে ক্রিকেট মিউজিয়াম করার পরিকল্পনার কথা সাংবাদিকদের জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।