ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আম্পায়ার এলিট প্যানেলে ফিরলেন আলিম দার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জুন ৫, ২০১৫
আম্পায়ার এলিট প্যানেলে ফিরলেন আলিম দার ছবি : সংগৃহীত

ঢাকা: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০১৫-২০১৬ সালের জন্য আবারো আম্পায়ার এলিট প্যানেলে ফিরলেন পাকিস্তানের আলিম দার। বৃহস্পিতিবার (০৪ জুন) আইসিসি’র এক ঘোষণার মাধ্যমে বিয়ষটি জানানো হয়।



এর আগে গত এপ্রিলে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ বনাম ভারত ম্যাচে ভুল সিদ্ধান্ত দিয়ে বিতর্কের শিকার হন আলিম। এর কিছুদিন পরই এলিট প্যানেল থেকে অবনমন হয় তার।

আলিমদার এখন পর্যন্ত আইসিসি’র অধীনে ৯৫টি টেস্ট ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ১৭২টি একদিনের ম্যাচ ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচেও আম্পায়ারের দায়িত্বে ছিলেন।

এদিকে আলিম দারের সঙ্গে এলিট প্যানেলে নিউজিল্যান্ডের ক্রিস জেফান্সি ও ভারতের সুন্দ্রারাম রাভিকে নেয়া হয়েছে। তাদের দু’জনকে বিলি বাউডেন ও স্টেভ ডেভিসের পরিবর্তে নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।