ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২২ বছর পর ওয়ার্নের নকল করলেন বিশু (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জুন ৫, ২০১৫
২২ বছর পর ওয়ার্নের নকল করলেন বিশু (ভিডিও)

ঢাকা: ২২ বছর আগে ইংলিশ ক্রিকেটার মাইক গ্যাটিংকে লেগ স্পিনে কাবু করে আউট করেছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। এরপর থেকে ক্রিকেটবিশ্ব ওয়ার্নের সেই বলটিকে ‘বল অব দ্যা সেঞ্চুরি’ হিসেবে আখ্যায়িত করেছিলেন।

আর ২২ বছর পর ঠিক একই দিনে (০৪ জুন) প্রায় কাছাকাছি একটি বল করে দেখালেন দেবেন্দ্র বিশু।

ডোমিনিকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে অজি উইকেটকিপার ব্র্যাড হাডিনকে আউট করে এমন কীর্তি গড়লেন ক্যারিবীয় লেগ স্পিনার বিশু।

অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ন চন্দ্ররপলকে ছাড়াই এ ম্যাচে আগে ব্যাটিংয়ে নামে ক্যারিবীয়রা। তবে মাত্র ১৪৮ রানেই শেষ হয় নিজেদের প্রথম ইনিংস। পরে অবশ্য নিজেদের প্রথম ইনিংসে নামা অজি ব্যাটসম্যানদের এক এক করে ঘায়েল করতে থাকেন বিশু। কিন্তু অভিষিক্ত অ্যাডাম ভোজাসের সেঞ্চুরিতে সম্মানজনক স্কোর করতে পারে মাইকেল ক্লার্করা।

বিশু ৩৩ ওভারে ১০ মেডেন সহ ৮০ রানের বিনিময়ে ছয়টি উইকেট তুলে নেন। হাডিন তার চতুর্থ শিকারে পরিণত হয়।

দেবেন্দ্র বিশু:

শেন ওয়ার্ন:


বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।