ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চোখের ইনজুরিতে অবসরে ক্রেইগ কিসওয়েটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জুন ৫, ২০১৫
চোখের ইনজুরিতে অবসরে ক্রেইগ কিসওয়েটার ক্রেইগ কিসওয়েট

ঢাকা: ইংল্যান্ড জাতীয় দলের হয়ে রঙ্গিন পোষাকে ৪৬টি ওয়ানডে আর ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ক্রেইগ কিসওয়েটার সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেন। চোখের মারাত্মক ইনজুরির কারণে তিনি আর খেলা না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।



ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান কিসওয়েটার গত বছর উইকেটের পেছনে দায়িত্ব পালনকালে চোখে আঘাত পান। এরপর বেশ কিছুদিন তিনি ক্রিকেটের বাইরে ছিলেন। সর্বশেষ ভারতের বিপক্ষে ২০১৩ সালের ১৯ জানুয়ারি মাঠে নেমেছিলেন জাতীয় দলের হয়ে।

মাত্র ২৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ক্রেইগ কিসওয়েটারের ওয়ানডেতে অভিষেক হয়েছিল ২০১০ সালে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে অভিষেক ম্যাচে তিনি ওপেনিংয়ে নেমে করেছিলেন ১৯ রান। তবে, অবসরের আগে তার নামের পাশে যোগ হয়েছে ১০৫৪ রান।

জাতীয় দলের হয়ে ওয়ানডেতে ৩০ এর উপরে ব্যাটিং গড় রেখে কিসওয়েটার উইকেটের পেছনে দাঁড়িয়ে সবধরনের ক্রিকেটে নিয়েছেন ৩০৮টি ক্যাচ আর স্ট্যাম্পিং করেছেন ১১টি।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ০৫ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।