ঢাকা: এ বছরের শেষের দিকে পাকিস্তান আর ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ হবার কথা রয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতে এই পূর্ণাঙ্গ সিরিজটি যদি কোন কারণে না হয় সে ক্ষেত্রে বিকল্প পরিকল্পনা মাথায় রেখেছে পাকিস্তান, এমনটিই জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান।
গত এপ্রিলে শেষ হওয়া বিশ্বকাপের পর থেকেই দু’দেশের মধ্যেকার আবারো একটি সিরিজ হবার কথা হচ্ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জানান, আগামী দু’মাসের মধ্যেই এই সিরিজের ব্যাপারে পরিপূর্ণ আলোচনা করা হবে।
এক সাক্ষাৎকারে শাহরিয়ার খান বলেন, ‘আমরা সবাই এই সিরিজটির ব্যাপারে আশাবাদী। এ ব্যাপারে আমরা আগামী দু’মাসের মধ্যে সিদ্ধান্ত নেব। ’
তিনি আরও বলেন, ‘তবে যদি ভারতের বিপক্ষে এই সিরিজটি কোন কারণে না হয় তাহলে আমাদের হাতে ‘প্ল্যান বি’ আছে। আমরা এ ব্যাপারে এখন বিস্তারিত কিছু বলবো না। তবে এমন কোন অবস্থা তৈরি হলে আমরা বিকল্প ব্যাবস্থা গ্রহন করবো। ’
২০০৭ সালে পাকিস্তান ও ভারতের মধ্যকার সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। তবে ২০০৮ সালে মুম্বাই হামলার পর দু’দেশের মাঝে আর কোন সিরিজ হয়নি। তবে ২০১২ সালে পাকিস্তান সীমিত ওভারের ম্যাচ খেলতে ভারতে গিয়েছিল।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এমএমএস