ঢাকা: এক ইনিংসে নয়জন ব্যাটসম্যান কোনো রান না করেই বিদায় নেওয়ার ঘটনা ঘটেছে চেক রিপাবলিকে। প্রাগ ক্রিকেট ক্লাব নামের স্থানীয় একটি দলের নয় ব্যাটসম্যান ব্যক্তিগত কোনো রান করেই আউট হন।
৪০ ওভারের এ ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ে নামা আদিত্য জয়সাল দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন। ৪৯ বল মোকাবেলা করে অপরাজিত থাকেন আদিত্য। আর চার নম্বরে ব্যাটিংয়ে নামা আভি সামান্ত এক রান করেন। বাকি নয় ব্যাটসম্যান কোনো রানই সংগ্রহ করতে পারেন নি।
দলের দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান আসে অতিরিক্ত খাত থেকে। অতিরিক্ত রানের মধ্যে ছিল ছয়টি লেগবাই, দুটি বাই আর দুটি ওয়াইড। মাত্র ১৪ ওভার ব্যাটিং করেই গুটিয়ে যায় প্রাগের ইনিংস।
প্রাগের প্রতিপক্ষ বোহেমিয়ান ক্রিকেট ক্লাবের হয়ে সুদেশ ৭ ওভার বল করে ১৭ রান খরচায় তুলে নেন ৬টি উইকেট। এছাড়া তিন উইকেট নেন অরুন অশোকান এবং বাকি উইকেটটি পান দীপক যোশী।
গত বছর ভারতের মুম্বাইয়ের একটি ক্রিকেট ম্যাচে ৪ রানে অলআউট হয়েছিল স্থানীয় একটি দল। সে ম্যাচেও নয়জন ব্যাটসম্যান কোনো রান না করেই বিদায় নেন।
এছাড়া ভারতের অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে রাজস্থান বিদ্যালয় ৪ রানে অলআউট হয়েছিল।
আন্তর্জাতিক ম্যাচে এক ইনিংসে ছয় ব্যাটসম্যান কোনো রান না করেই আউট হওয়ার রেকর্ড রয়েছে। পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও দ. আফ্রিকার ছয় ব্যাটসম্যান শুন্য রানেই ফিরেছিলেন। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ভারত ১৫২ রানে অলআউট হয়। যেখানে ‘ডাক’ মেরেছিলেন মুরালি বিজয়, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার এবং পঙ্কজ সিং।
ওয়ানডেতে ছয়জন ব্যাটসম্যানের কোনো রান করেই আউট হওয়ার রেকর্ড রয়েছে পাঁচটি ম্যাচে। এর মধ্যে পাকিস্তান তিনবার এ কীর্তি গড়ে। ১৯৮৭, ১৯৯৩ ও ২০১২ সালে পাকিস্তানের ছয়জন ব্যাটসম্যান ‘ডাক’ মারেন।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ০৭ জুন ২০১৫
এমআর