ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে অনুশীলন করলো টিম ইন্ডিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুন ৮, ২০১৫
মিরপুরে অনুশীলন করলো টিম ইন্ডিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় ক্রিকেট দল ঢাকায় নেমে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে চলে যায়। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে প্রথম দিনের অুনশীলনের জন্য মিরপুর একাডেমি মাঠে দুপুর ২টা ২৬মিনিটে উপস্থিত হয়।

সেখানে একটানা অনুশীলন করে বিকেল সাড়ে পাঁচটার দিকে আবারো টিম হোটেলে ফেরে সফরকারীরা।

মাঠে অনুশীলনে আসলেও সংবাদকর্মীদের সঙ্গে কোনো কথা বলেনি টিম ইন্ডিয়ার সদস্যরা। তবে, টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সেখানে উপস্থিত থাকায় সফরকারী দলের অনেকে তার সঙ্গে হাত মেলান। এ সময় টিম ইন্ডিয়ার অন্তবর্তীকালীন কোচ রবি শাস্ত্রীর সঙ্গে মাশরাফিকে কথা বলতে দেখা যায়।

মাঠে নেমেই অনুশীলনের জন্য তৈরি হয় সফরকারী দলের সদস্যরা। প্রথমে ফিটনেস ট্রেনিং সেরে প্যাডআপ করে ব্যাটিংয়ে নেমে পড়ে বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে আর শিখর ধাওয়ানরা।

নিজেদের পেস বোলারদের পাশাপাশি বাংলাদেশের নেট বোলারদের বল মোকাবেলা করেন ভারতীয় ক্রিকেটাররা। অন্যরা পেস বোলিং সামলে খেলার চেষ্টা করলেও শিখর ধাওয়ান স্পিন বোলিংয়ে অনুশীলন করেন বেশ সময় ধরে।

সফরকারীদের যারা আগে বোলিং করেছিলেন, তারা পরে ব্যাটিংটাও ঝালিয়ে নেন।

উমেশ যাদব, হরভজন সিং, ইশান্ত শর্মারা বেশ খানিকক্ষণ বোলিং অনুশীলন করেন।

কলকাতায় খুব অল্প সময় অনুশীলন শেষে বাংলাদেশের মাটিতে পা রাখে ভারতীয় দল। প্রস্তাবিত সূচি অনুযায়ী তারা মঙ্গলবার (০৯ জুন) এক বেলা অনুশীলন করে টেস্টে নামতে চেয়েছিল। তবে, রবি শাস্ত্রীর নির্দেশে ঢাকায় নেমেই অনুশীলন করে টিম ইন্ডিয়া। অনুশীলনের জন্য টেস্ট ভেন্যু ফতুল্লা নির্বাচন করলেও বিসিবি থেকে তাদের মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করতে বলা হয়। ফতুল্লায় স্বাগতিক বাংলাদেশ দল একই সময়ে অনুশীলনে মাঠে নামে। নতুন সূচি অনুযায়ী মঙ্গলবারও অনুশীলন করবে টিম ইন্ডিয়া।

এর আগে কলকাতা থেকে জেট এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে চড়ে সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টিম ইন্ডিয়া। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ৯টা ৪০ মিনিটে রওনা দিয়ে ১০টা ২০ মিনিটে টিম হোটেলে পৌঁছায় কোহলি-রোহিত শর্মারা।

আগামী ১০ জুন ফতুল্লায় একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে। এরপর ১৮, ২১ ও ২৪ জুন ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দিবা-রাত্রির সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
আরএম/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।