ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশ ছেড়েছে পাকিস্তান ক্রিকেট দল। সোমবার (০৮ জুন) রাতে লাহোর থেকে কলম্বোয় যাত্রা করে ১৫ সদস্যের পাকিস্তান দল।
শ্রীলঙ্কা সফরে পাকিস্তান তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে আর দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। টেস্ট ম্যাচ দিয়ে সফর শুরু করবে পাকিস্তান। ১৭ জুন গলে দুই দলের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে। তবে, এর আগে ১১ জুন তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মিসবাহ বাহিনী।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ হারা পাকিস্তান দুই ম্যাচ টেস্ট সিরিজটি ১-০ তে জিতে নেয়। ২০১৭ সালে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার জন্য শ্রীলঙ্কা সফরটি তাই পাকিস্তানের কাছে মহাগুরুত্বপূর্ণ।
সফরে যাওয়ার আগে টেস্ট অধিনায়ক মিসবাহ বলেন, আমাদের ক্রিকেটাররা ভালো ফর্মে রয়েছে। শ্রীলঙ্কায় সিরিজটি জিততে আমাদের সুযোগ থাকবে বলে আমার বিশ্বাস। দলকে নিয়ে আশাবাদী।
এ সময় মিসবাহ মনে করিয়ে দেন, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয় আর গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের কথা।
গল টেস্টের পর কলম্বোয় ২৫ জুন দ্বিতীয় টেস্ট । আর তিন জুলাই পাল্লেকেলেতে দু’দলের মধ্যেকার তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
দু’দলের মধ্যেকার ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১, ১৫, ১৯, ২২ ও ২৬ জুলাই। আর টি-২০ ম্যাচগুলো হবে ৩০ জুলাই ও ১ আগষ্টে।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এমআর