ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে সমীহ করছেন কোহলি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুন ৯, ২০১৫
বাংলাদেশকে সমীহ করছেন কোহলি ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: ২০১০ সালে ভারত যখন বাংলাদেশের সঙ্গে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলে তখন ভারতীয় দলে অভিষেক হয়নি বিরাট কোহলির। প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামছেন কোহলি।

দলের অধিনায়ক হিসেবে এবারই প্রথম টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছেন ভারতের এই ব্যাটিং জিনিয়াস।
 
মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রশংসা ঝড়লো কোহলির কন্ঠে। বাংলাদেশের প্রশংসা করে ভারতীয় দলপতি (টেস্ট) বলেন, বাংলাদেশ দল ডে-বেসিসে উন্নতি করছে। বিশ্বকাপে তারা অসাধারণ পারফরম্যান্স করেছে। অস্ট্রেলিয়ার মতো অচেনা কন্ডিশনে তারা যেভাবে খেলেছে সেটা সত্যিই অসাধারণ। ’
 
বাংলাদেশ দল নিয়ে কি পরিকল্পনা রয়েছে-এমন প্রশ্নের জবাবে কোহলি বলেন, প্রতিপক্ষ দল (বাংলাদেশ) নিয়ে আমাদের পরিকল্পনা তো আছেই। তামিম-সাকিব-মুমিনুলদের নিয়ে আমরা পরিকল্পনা করছি। তাদের কিভাবে দ্রুত আউট  করা যায়। ’
 
নিজ দলের খেলোয়াড়দের নিয়ে কোহলি বলেন, ‘উইকেট দেখে মনে হলো ব্যাটসম্যান সহায়কই হবে। আমাদের দলের ২-৩ জন ব্যাটসম্যান জ্বলে উঠলেই কিন্তু  এ মাঠে পাঁচ’শ রান করা সম্ভব। ’
 
উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির টেস্ট থেকে অবসরের পর ভারতীয় দলের উইকেট কিপিং করছেন ঋর্দ্ধিমান সাহা। ভারতের উইকেট কিপিং প্রসঙ্গে কোহলি বলেন, ‘এমএস (মহেন্দ্র সিং ধোনি) আমাদের সেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ছিলেন। তবে ঋদ্ধিমান সাহাও খুব ভালো মানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তার উপর আমাদের আস্থা আছে। সে টেস্টের জন্য খুব ভালো মানের ক্রিকেটার। আগামী ৫-৬ বছর ভারতীয় দলের উইকেটরক্ষক হিসেবে খেলার সামর্থ্য তার আছে। ’

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।