ফতুল্লা থেকে: সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত। আর কিছুক্ষণের মধ্যেই ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নামবে দু’দল।
টেস্টে বাংলাদেশ-ভারত এ পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭ বার। এর মধ্যে একটি ম্যাচ ড্র হয়েছে। বাকি ৬ ম্যাচেই হার মেনেছে টাইগাররা। নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে বাংলাদেশ। আর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে একটিতে ড্র ও শেষ ম্যাচে হারে মুশফিক-সাকিবরা।
কিন্তু, ফতুল্লায় ফেভারিট হিসেবে মাঠে নামলেও নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে কোনো জয় নেই ভারতের। তিনটি হারের বিপরীতে দু’টি ম্যাচে ড্র করে ধোনি-কোহলিরা। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হার মানে ভারত।
তাই বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরতে ব্যাকুল টিম ইন্ডিয়া। তবে, এবার প্রেক্ষাপট ভিন্ন। গেল পাঁচটি বছরে বদলে গেছে বাংলাদেশের ক্রিকেট। বর্তমান বাস্তবতাও ভিন্ন। সহজভাবে বললে, ভারতের জন্য কঠিন প্রতিপক্ষ এখন বদলে যাওয়া বাংলাদেশ।
এদিকে টেস্ট র্যাকিংয়ের তিন নম্বর অবস্থান ধরে রাখতে হলে ভারতের জয়ের বিকল্প নেই। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ৯৯। হারলেই টিম ইন্ডিয়া সাত নম্বরে নেমে যাবে। আর ম্যাচ ড্র হলে পাঁচ ও ছয় নম্বরে থাকা ইংল্যান্ড ও পাকিস্তানের সমান ৯৭ রেটিং পয়েন্ট হবে।
ফতু্ল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সর্বসাকুল্যে পেয়েছে একটি মাত্র টেস্টের স্বাদ। তাও ৯ বছর আগে। সেই ম্যাচটিতে অস্ট্রেলিয়ার বুকে কাঁপন ধরিয়েছিল বাংলাদেশ। ব্যাটিংয়ে ম্যাথু হেইডেন-মাইক হাসি-রিকি পন্টিং-ডেমিয়েন মার্টিন-অ্যাডাম গিলক্রিস্টদের নিয়ে সাজানো অজিদের টপঅর্ডার আর ব্রেট লি, গিলেস্পি, ম্যাকগিল, ওয়ার্নদের বোলিং আক্রমনকে তোয়াক্কা করেনি বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ শহীদ, শুভাগত হোম, জুবায়ের হোসেন ও তাইজুল ইসলাম।
ভারত একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, ইশান্ত শর্মা, বরুণ অ্যারন ও উমেশ যাদব।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ১০ জুন ২০১৫
আরএম
** ভারতের মুখোমুখি পরিণত বাংলাদেশ