ফতুল্লা থেকে: সতর্ক থেকে স্বাগতিক বোলারদের সামলে খেলছেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার বিজয় এবং ধাওয়ান। সফরকারী ওপেনাররা জুটি বড় করার চেষ্টা করে যাচ্ছেন।
১১ ওভার শেষে ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫২ রান। ধাওয়ান ৪৭ রানে আর বিজয় ৫ রানে অপরাজিত রয়েছেন।
জুটি ভাঙতে টাইগার দলপতি মুশফিকুর রহিম বোলিং আক্রমনে এনেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
এর আগে টাইগারদের বিপক্ষে নিজেদের অষ্টম টেস্ট ম্যাচ খেলতে ব্যাটিংয়ে নামে টিম ইন্ডিয়া। দীর্ঘদিন পর দলে জায়গা পেয়েছেন স্পিনার হরভজন সিং। চেতশ্বর পূজারা, ভুবনেশ্বর কুমার ও কার্ণ শর্মাকে ছাড়াই দল সাজায় ভারত। সফরকারী দলের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ৩২টি টেস্ট ম্যাচ খেলা মুরালি বিজয় এবং ১৪টি টেস্ট খেলা শিখর ধাওয়ান।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এ ম্যাচে বাংলাদেশের হয়ে ৭৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হল উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসের। দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের ইনজুরিতে সুযোগ পাওয়া নাসির হোসেনের। টাইগারদের বোলিং সূচনা করতে আসেন দলের পেস বোলিংয়ের নেতৃত্বে থাকা মোহাম্মদ শহীদ।
সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এর মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামল টাইগাররা। টেস্টে এর আগে বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়েছে ৭ বার। সাত ম্যাচের মধ্যে একটি ম্যাচ ড্র হয়েছে। বাকি ৬ ম্যাচেই হার মেনেছে টাইগাররা। ফতুল্লায় জয়ের জন্য মাঠে নামলেও নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে কোনো জয় নেই ভারতের।
তাই বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরতে ব্যাকুল টিম ইন্ডিয়া। তবে, এবার প্রেক্ষাপট ভিন্ন। গেল পাঁচটি বছরে বদলে গেছে বাংলাদেশের ক্রিকেট। বর্তমান বাস্তবতাও ভিন্ন। সহজভাবে বললে, ভারতের জন্য কঠিন প্রতিপক্ষ এখন বদলে যাওয়া বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ শহীদ, শুভাগত হোম, জুবায়ের হোসেন ও তাইজুল ইসলাম।
ভারত একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, ইশান্ত শর্মা, বরুণ অ্যারন ও উমেশ যাদব।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ১০ জুন ২০১৫
এমআর
** হাত খুলে খেলছেন ধাওয়ান
** বদলে যাওয়া টাইগাররা ফিল্ডিংয়ে
** টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত
** ভারতের মুখোমুখি পরিণত বাংলাদেশ