ঢাকা: সেলিব্রেটি ক্রিকেট লিগে অংশগ্রহণ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমানকে শোকজ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (১০ জুন) সকালে খেলা ম্যাচটির পর সাব্বিরের কাছে এর ব্যাখ্যা জানতে চায় ক্রিকেট বোর্ড।
বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় এক সাক্ষাতকারে বলেন, ‘আমি এ ব্যাপারটি সম্পর্কে জেনেছি। আর আমরা এর জন্য সাব্বিরের কাছে জানতেও চেয়েছি। সে বর্তমানে হাই পারফরম্যান্স প্রোগ্রাম ও ওয়ানডে দলের ক্রিকেটার। সুতরাং বিসিবি’র কাছে তার অনুমতি নেওয়া উচিৎ ছিল। ’
টাইগারদের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা সাব্বির গত মঙ্গলবার হাই পারফরম্যান্স প্রোগ্রাম দলের সঙ্গে বগুড়া সফরে গিয়েছিলেন। তবে বুধবার সকালে ঢাকার সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সেলিব্রেটি ক্রিকেট লিগের ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন। পরে তিনি আবারো বগুড়ায় ফেরত যান।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এমএমএস