ঢাকা: এখনই টিম ইন্ডিয়ার প্রধান কোচ হতে চান না ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে ভারত ‘এ’ এবং অনূর্দ্ধ-১৯ দলের কোচের দায়িত্ব পেয়েছেন তিনি।
মূল দলের কোচ না হতে চাওয়া দ্রাবিড় বলেন, এখনই আমি জাতীয় দলের দায়িত্ব নিতে চাই না। ভারত ‘এ’ এবং অনূর্দ্ধ-১৯ দলকে নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। জাতীয় দলের কোচ হওয়ার চিন্তা আমার আপাতত নেই।
বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে ভারতের প্রধান কোচ ডানকান ফ্লেচারকে বিসিসিআই নতুন করে চুক্তিবদ্ধ করেনি। ফ্লেচারের স্থলাভিষিক্ত হবে কে, সেটিও জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সফরে থাকা দলটির দায়িত্ব নিয়ে অন্তবর্তীকালীন কোচ হিসেবে এসেছেন রবি শাস্ত্রী। তবে, বাংলাদেশ সফরের পর টিম ইন্ডিয়ার নতুন কোচ হিসেবে পূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে শাস্ত্রীকে।
দ্রাবিড় বলেন, আমি আমার দায়িত্ব নিয়েই খুশি। শাস্ত্রীর অধীনে টিম ইন্ডিয়া ভালো করছে। আমি জাতীয় দলের দায়িত্ব নেওয়ার মতো অবস্থানে নেই। আমার আরও সময় দরকার। ভারত ‘এ’ এবং অনূর্দ্ধ-১৯ দলের ক্রিকেটারদের এ মুহূর্তটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সামনে দুই-তিনটি সিরিজ রয়েছে তাদের। আমি জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে চাই।
বাংলাদেশ সফরের আগে বিসিসিআই শাস্ত্রীকে টিম ডিরেক্টরের সঙ্গে দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়। এছাড়া শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি আর ভিভিএস লক্ষ্মনকে দলের পরামর্শক কমিটিতে কাজ করার দায়িত্ব দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ১১ জুন ২০১৫
এমআর