ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অপেক্ষা বাড়লো ধাওয়ান-বিজয়ের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জুন ১১, ২০১৫
অপেক্ষা বাড়লো ধাওয়ান-বিজয়ের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ফতুল্লা থেকে: বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ফতুল্লা টেস্টের দ্বিতীয় দিনের খেলা। আর তাতে অপেক্ষা বেড়েছে ভারতীয় দুই ওপেনারের।

একজনের মনে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূরণের স্বপ্ন, অন্যজন সেঞ্চুরি থেকে খুব কাছে। ধাওয়ান ১৫০ ও  বিজয়  ৮৯ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেন। দ্বিতীয় দিন শেষেও তাদের স্কোরটা একই। কারন এ দিন একটি বলও মাঠে গড়ায়নি।

বৃহস্পতিবার (১১ জুন) ম্যাচের দ্বিতীয় দিন মাঠেই আসা হয়নি ধাওয়ান-বিজয়দের। আসেনি বাংলাদেশ দলও। সকাল থেকেই ফতুল্লায় শুরু হয় বৃষ্টি। ঝড়ো বাতাস, ভারী বর্ষনের সঙ্গে আবার বজ্রপাত-এমন খবর পেয়ে স্বাগতিক ও অতিথি দল হোটেলেই সময় কাটিয়েছেন। বৃষ্টি থামলেই হোটেল সোনারগাঁও থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের দিকে রওয়ানা হতো দুই দল। বাড়তি আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন ধাওয়ান-বিজয়ও। অথচ তাদের ভালো খবর দেওয়া যায়নি।

দিনের খেলা গড়াতে চেষ্টার কোনো কমতিও ছিল না। কিন্ত ফতুল্লার আকাশে কয়েক দফায় এতটাই বৃষ্টি হয়েছে যে, দিনের খেলা গড়ানোর আশা জাগেনি অনেকের মনে।

আম্পায়ারদের দুই দফা মাঠ পরিদর্শনের পর দুপুর ১টা ৪০ মিনিটে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পেক্রোফট।

এর আগে দুপুর সোয়া একটায় ম্যাচের রিজার্ভ আম্পায়ার এনামুল হক মনি মাঠ পরিদর্শনে নামেন। মাঠের উইকেটের কাভারও একবার তোলা হয়। তখন ম্যাচ শুরু করা যাবে-এমন আশার সঞ্চার হলেও  কিছুক্ষন পরই পাল্টে যায় দৃশ্যপট। ম্যাচ রেফারি, দুই ফিল্ড আম্পায়ার নাইজেল লং, কুমার ধর্মসেনা ও বিসিবি’র পিচ কিউরেটর গামিনী ডি সিলভা কিছুক্ষণ আলোচনার পর দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্তের সিদ্ধান্ত নেন।

আগামিকাল (১২ জুন) আবহাওয়া ভালো থাকলে তৃতীয় দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামি দুই-তিন দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ক্রিকেট বোদ্ধাদের মতে, টেস্ট ক্রিকেটে জিততে হলে প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নিতে হয়। সেখানে দ্বিতীয় দিন অতিবাহিত হলেও এখনো উইকেটের দেখা নেই বাংলাদেশের। ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২৩৯ রান।   ফতুল্লা টেস্টের ভাগ্য কী হতে পারে-এটা সহজেই অনুমেয়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামি কয়েকদিন বৃষ্টি হলে ড্র’তেই হয়তো শেষ হবে ফতুল্লা টেস্ট।   আর সেটা বুঝেই ব্যক্তিগত কীর্তি গড়ার দিকেই ছুটবেন ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথম দিন সেভাবেই প্রাথমিক ভিত্তি স্থাপন করে রেখেছেন ধাওয়ান ও বিজয়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।