ঢাকা: সব ধরণের পেশাদার ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ম্যাট প্রায়র। দীর্ঘদিনের ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ বছর বয়সী এই ইংলিশ ক্রিকেটার।
ইংল্যান্ডের হয়ে প্রায়র সর্বশেষ আন্তুর্জাতিক ম্যাচ খেলেন গত বছরের জুলাইতে। লর্ডসে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনজুরি আক্রান্ত হন। এর পর থেকেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে।
ইএসপিএন ক্রিকইনফোতে দেওয়া সাক্ষাৎকারে প্রায়র বলেন, ‘আজকের দিনটি আমার জন্য খুবই বেদনাদায়ক। বাধ্য হয়েই জীবনের সবচেয়ে প্রিয় ও ভালবাসার খেলা থেকে অবসর নিচ্ছি। আশা করেছিলাম, ইনজুরি মুক্ত হয়ে এবছর ক্রিকেটে ফিরব। কিন্তু, সেটি আর সম্ভব হয়নি। ইনজুরি থেকে সেরে উঠতে দুই ধাপ এগোচ্ছি তো চার ধাপ পেছাচ্ছি। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হই। ’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় ধরে কাউন্টি দল সাসেক্স ও ইংল্যান্ডের হয়ে খেলতে পেরে সম্মানিত বোধ করছি। ইংলিশ ক্রিকেটের অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ’
উল্লেখ্য, ইংল্যান্ডের হয়ে ৭৯টি টেস্টে ৪০.১৮ গড়ে ৪,০৯৯ রান করেছেন প্রায়র। ২৮টি অর্ধশতকের পাশপাশি রয়েছে সাতটি সেঞ্চুরি। ওয়ানডেতে ৬৮ ম্যাচে করেন ১,২৮২ রান। টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি পেলেও ওডিআইতে তার কোনো শতক নেই। ফিফটি রয়েছে ৩টি। অন্যদিকে, এই ডানহাতি ব্যাটসম্যান ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র ১২৭ রান করেন।
ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে প্রায়রের ইংল্যান্ড দলে অভিষেক ঘটে। বুলাওয়েতে ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম এক দিনের ম্যাচে অংশ নেন। এরপর লর্ডসে ২০০৭ সালের মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোষাকে (টেস্ট) প্রথম মাঠে নামেন। একই বছরের জুনে ক্যারিবীয়দের বিপক্ষেই অভিষেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন প্রায়র।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জুন ১১, ২০১৫
আরএম