ফতুল্লা থেকে: বাংলাদেশ-ভারত একমাত্র টেস্টে তৃতীয় দিনের খেলার শুরুতেই সাকিবের জোড়া আঘাতের পর এবার উইকেট নিলেন লেগ স্পিনার জুবায়ের। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরালেন জুবায়ের।
প্রথম দিনে উইকেট শূন্য, দ্বিতীয় দিনের বৃষ্টিতে পরিত্যক্ত- সবমিলিয়ে হতাশা কাজ করছিল বাংলাদেশ শিবিরে। তৃতীয় দিনের প্রথম সফল্য এনে দেন সাকিব আল হাসান। পরের সাফল্যটাও আসে তারই হাত ধরে।
শিখর ধাওয়ানকে ফিরিয়ে ভারতের ওপেনিং জুটি ভাঙেন সাকিব। ফিরতি ওভারে আবার বল করতে এসেই রোহিতকে বোল্ড করে ব্যক্তিগত ও দলের দ্বিতীয় সাফল্য পান সাকিব। আর ১৪ রান করে জুবায়েরের শিকার হন কোহলি।
ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ব্যক্তিগত ১৭৩ রানে কট অ্যান্ড বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন শিখর ধাওয়ান। ক্রিজে নেমে ব্যক্তিগত ৬ রানের মাথায় রোহিত শর্মাও বোল্ড হয়ে ফেরত যান ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৬ ওভার শেষে ভারতের সংগ্রহ এক উইকেটে উইকেটে ৩১১ রান। মুরালি বিজয় ১১৬ রানে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন আজিঙ্কা রাহানে।
শুক্রবার (১২ জুন) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরু হয় সকাল সাড়ে ৯টায়।
প্রথম দিনের বিনা উইকেটে ২৩৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে সফরকারী ভারত। বাংলাদেশের বোলাররা ধাওয়ান-বিজয়ের জুঁটি ভাঙতে পারবেন কিনা সেদিকেই তাকিয়ে টাইগার ভক্তরা। কিন্তু এখন পর্যন্ত কোনো উইকেটের পতন ঘটেনি।
এর আগে প্রবল বৃষ্টিপাতের কারণে দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। প্রথম দিনেও বৃষ্টি বাগড়া দেয়। ফলে, ৫৬ ওভার ব্যাট করার সুযোগ পায় টস জেতা ভারত। দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি অনেকটা ড্রয়ের পথেই এগোচ্ছে। তার ওপর বৃষ্টির আশংকা তো থাকছেই।
এ ম্যাচে বাংলাদেশের হয়ে ৭৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাসের। দলে জায়গা হয়নি নাসির হোসেনের। ইনজুরি আক্রান্ত মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় সুযোগ পেলেও তাকে প্রথম একাদশে রাখা হয়নি। অন্যদিকে, দীর্ঘদিন পর ভারতের টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ স্পিনার হরভজন সিং।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জুন ১২, ২০১৫
আরএম/এসএইচ
** আবারো সাকিবের আঘাত, সাজঘরে রোহিত
** ধাওয়ানকে ফেরালেন সাকিব
** শতক হাঁকালেন বিজয়
** তৃতীয় দিনের খেলা শুরু