ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অ্যাকশন বদলে সুফল পেয়েছেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জুন ১২, ২০১৫
অ্যাকশন বদলে সুফল পেয়েছেন সাকিব ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: সারাদিন মাঠে থেকে কিংবা টেলিভিশনের পর্দায় চোখ রেখে যারা ফতুল্লা টেস্টের তৃতীয় দিনের খেলা দেখেছেন অনেকেই হয়তো ব্যাপারটি খেয়াল করেছেন।   হ্যাঁ, বোলিং অ্যাকশন বদলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

অ্যাকশনের সময় পা ঘোরানোটা আগের চেয়ে একটু আলাদা। আর তাতে পরিবর্তন এসেছে তার ফলো-থ্রুতে।

শুক্রবার (১২ জুন) তৃতীয় দিনের খেলা শুরুর আগে ম্যাচের মূল উইকেটের পাশের উইকেটে হাত ঘোরাচ্ছিলেন সাকিব। প্রেস বক্স থেকে দেখেই আঁচ করা যাচ্ছিল, অ্যাকশনে কী যেন একটা মিসিং! বোলিং অ্যাকশন একটু বদলেছেন সাকিব।   আর তাতে পেয়েছেন সাফল্যও। তৃতীয় দিন ভারতের যে ছয়টি উইকেটের পতন ঘটিয়েছে বাংলাদেশ, তার চারটিই সাকিবের দখলে।

তৃতীয় দিনের শেষ সেশনের খেলা পরিত্যক্ত ঘোষণা হওয়ার পর সংবাদ সম্মেলনে সাকিব নিজেই সাংবাদিকদের অ্যাকশন বদলানোর তথ্যটি দেন।

সাকিব বলেন, ‘আসলে আমি বোলিং অ্যাকশন একটু বদলে ফেলেছি। আমার কোচ ফাহিম স্যারের (নাজমুল আবেদিন ফাহিম-বিসিবির গেম ডেভেলপমনেন্ট কমিটির ব্যবস্থাপক) সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তটা নিয়েছি। কাল রাতে সিদ্ধান্ত নিয়ে মাত্র তো আজ বোলিং শুরু করলাম। অনেক বেশি ড্রিল করতে হবে। তাহলে বোলিংয়ে আগের চেয়ে বেটার পারফর্ম করা যাবে। তবে সময় লাগবে। ’

অ্যাকশন বদলে সাফল্য পেতে সময় নিলেন কই সাকিব? সকালের অনুশীলনে কয়েকবার হাত ঘুরিয়ে ম্যাচে নামতেই পেলেন সাফল্য। গেল পাকিস্তান সিরিজে বোলিংয়ে জ্বলে উঠতে দেখা যায়নি এ বাঁহাতি স্পিনারকে।   তবে ভারতের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিনে ১৩.৩ ওভার হাত ঘুরিয়ে ভারতের চার উইকেটে তুলে যেন বোলিং-ছন্দ ফিরে পেলেন বাংলাদেশের ক্রিকেট বিজ্ঞাপন সাকিব।

ফতুল্লা টেস্টের প্রথম দিনে কোনো উইকেটই ফেলতে পারেনি বাংলাদেশ। সাতজন বোলার ব্যবহার করে পাওয়া যায়নি উইকেটের দেখা। দ্বিতীয় দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর তৃতীয় দিনে ভারতের প্রথম ইনিংসে আরো ২২৩ যোগ হতে পড়েছে ৬ উইকেট।

এক দিনের ব্যবধানে কিভাবে পাল্টে গেল বাংলাদেশের বোলিং-এমন প্রশ্নে সাকিব জানান, ‘আমরা গতকাল রাতে দলের সবাই মিলে অনেক আলোচনা করেছি। আমাদের পরিকল্পনা ছিল বাজে বল করা যাবে না। সঠিক জায়গায় বল ফেলব। তাতেই এমন সাফল্য এসেছে। জুবায়ের খুব ভালো বল করেছে। ’

এ ম্যাচেই দেশের মাটিতে ১০০ টেস্ট উইকেট পূরণ করেছেন সাকিব। অনুভূতি জানতে চাওয়া হলে সাকিব বলেন,  ‘অবশ্যই ভালো লাগছে। দেশের মাটিতে ১০০ উইকেট পূর্ণ হলো। ভালো লাগার মতোই তো বিষয়টা। ’

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ১২ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।