ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সমতায় ফিরল কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
সমতায় ফিরল কিউইরা

ঢাকা: বিশ্বকাপের আয়োজক আর ফাইনালিস্ট দল নিউজিল্যান্ড সফরের প্রথম ম্যাচে নিজেদের ইতিহাসে ইংল্যান্ডের কাছে সবচেয়ে বড় ব্যবধানে হারের পর, দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছিল ইংল্যান্ডের বিপক্ষে। তবে, এবার আর হারতে হয়নি কিউইদের।



পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংলিশদের বিপক্ষে ১৩ রানের (ডার্কওয়ার্থ লুইস মেথডে) জয় পেয়েছে নিউজিল্যান্ড।

নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৯৮ রান। কিউইদের হয়ে সর্বোচ্চ রান আসে চার নম্বরে নামা রস টেইলরের ব্যাট থেকে। ৯৬ বলে ১০টি চার আর ৪টি ছয়ে তিনি অপরাজিত থাকেন ১১৯ রান করে। এছাড়া তিন নম্বরে নামা কেন উইলিয়ামসন করেন ৯৩ রান।

ওপেনিংয়ে নামা মার্টিন গাপটিল ৫০ আর ব্রেন্ডন ম্যাককালাম করেন ৩৯ রান। শেষের দিকে গ্রান্ট ইলিয়টের ব্যাট থেকে আসে ৩২ রান (১৫ বলে)। ১৬ বলে ৩৩ রানের ইনিংস খেলেন লুক রঞ্চি।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংলিশদের শেষ পর্যায়ে টার্গেট দাঁড়ায় ৪৬ ওভারে ৩৭৯ রান। তবে, নয় উইকেট হারিয়ে তাদের ইনিংস থেমে যায় ৩৬৫ রানে।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন দলপতি ইয়ন মরগান। ৮৮ রানের ইনিংসটি খেলতে মরগানে মোকাবেলা করেন মাত্র ৪৭ বল। ১২.৩ ওভার খেলে ইংলিশ দুই ওপেনার জ্যাসন রয় আর অ্যালেক্স হেলস তুলে নেন ৮৫ রান। রয় ৩৯ ও হেলস করেন ৫৪ রান।

জোস বাটলারের ব্যাট থেকে আসে ৪১ রান আর ৪৪ রান করেন প্লানকেট। এছাড়া ৩৪ রান করেন আদিল রশিদ।

ম্যাচ সেরা হন রস টেইলর। এ ম্যাচে জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ এ সমতা আনল কিউইরা।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ১৩ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।