ফতুল্লা থেকে: বৃষ্টি-বিঘ্নিত ফতুল্লা টেস্টের প্রথম চার দিনে দু’দল মিলে খেলেছে মাত্র ১৩৩.৪ ওভার। পড়েছে ৯ উইকেট।
ইমরুল কায়েস ৫৯ ও সাকিব আল হাসান শুন্য রানে অপরাজিত আছেন। বলা চলে, ড্রয়ের দিকেই এগুচ্ছে সিরিজের একমাত্র ম্যাচটি। আগামীকাল ম্যাচের পঞ্চম ও শেষ দিনে কি লক্ষ্য-পরিকল্পনা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ?
শনিবার চতুর্থ দিনের খেলা সমাপ্তি ঘোষণার পর বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে ম্যাচের পঞ্চম দিনের পরিকল্পনার কথা জানিয়েছেন তামিম ইকবাল। তামিম বলেন, ‘পুরো দিন ব্যাটিং করাই আমাদের লক্ষ্য। আমরা চাই, ইমরুল কায়েস লম্বা একটা ইনিংস খেলুক। সঙ্গে সাকিব আছে। উইকেট আগলে খেলতে পারলে ব্যক্তিগত কয়েকটি ইনিংস শেষ দিনে পেতে পারি আমরা। আর সেটা ওয়ানডে সিরিজে কাজে লাগবে। এখান থেকে আত্নবিশ্বাস নেওয়ার অনেক কিছুই আছে। ’
ফতুল্লার উইকেট নিয়ে এই বাঁহাতি ওপেনার বলেন, ‘চতুর্থ দিনেও উইকেট ভালো আছে। ব্যাটিং করতে সমস্য হওয়ার কথা নয়। ’
কাল পুরো দিন ব্যাটিং করা পরিকল্পনা থাকলেও বাস্তবতার কথাও শোনান তামিম, ‘ক্রিকেট অনিশ্চয়তার খেলা। এ জন্য আমি এটিকে সবসময়ই ফানি গেম বলি। কাল প্রথম দিকে ৩-৪ টা উইকেট পড়ে গেলে বিপদে পড়ে যাব আমরা। তাই সাবধানে খেলতে হবে ব্যাটসম্যানদের। ’
শেষ দিনে ভালো ব্যাটিংয়ের পরিকল্পনা সাজালেও আজ ব্যাটে তেমন রান পাননি তামিম। ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে অশ্বিনের বলে স্ট্যাম্পিং হয়ে ফেরার আগে করেন ১৯ রান। নিজের ব্যাটিং নিয়ে দলের এই সহ-অধিনায়ক বলেন, ‘আজ খারাপ শট খেলেনি, তাই হতাশা নেই। চেষ্টা করছিলাম সোজা ব্যাটে খেলার। ’
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এসকে/এমএমএস