ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চলে গেলেন সাবেক কিউই অলরাউন্ডার স্রিম্পটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
চলে গেলেন সাবেক কিউই অলরাউন্ডার স্রিম্পটন

ঢাকা: পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের মত চলে গেলেন সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার মাইক স্রিম্পটন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর।

স্রিম্পটন ১৯৬৩ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত কিউইদের হয়ে দশটি টেস্ট খেলেছিলন। যেখানে ২৬৫ রানের পাশাপাশি তিনি পাঁচটি উইকেট পেয়েছিলেন।

স্রিম্পটন জাতীয় দলে স্বল্প ম্যাচ খেললেও প্রথম শ্রেনীর ক্রিকেটে ১৮ বছরের লম্বা ক্যারিয়ারে ১২২টি ম্যাচ খেলেছিলেন। এ সময় তিনি সেন্ট্রাল ডিস্ট্রিক ও নর্দান ডিস্ট্রিকের হয়ে ৫,৮১২ রান ও লেগ স্পিনে ৮১টি উইকেট তুলে নেন।

ক্রিকেট জীবন শেষে স্রিম্পটন নিউজিল্যান্ড জাতীয় নারী ক্রিকেট দলের কোচের ভূমিকায় কাজ করেছিলেন। তার সময় কিউই নারী দল ২০০০ সালে বিশ্বকাপ শিরোপা জেতে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।