ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফতুল্লায় ড্র, র‌্যাঙ্কিংয়ে পেছালো ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
ফতুল্লায় ড্র, র‌্যাঙ্কিংয়ে পেছালো ভারত ছবি: শোয়েব মিথুুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: অবশেষে ফতুল্লা টেস্ট ড্র হলো। বৃষ্টির আশংকা থাকায় নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা আগে ড্র মেনে মাঠ ছাড়েন বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা।

দুই অধিনায়ক মুশফিকুর রহিম ও বিরাট কোহলি আম্পায়ারদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেন। ম্যাচ ড্রয়ের ফলে টেস্ট র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে চারে নেমে গেল ভারত।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। ১৫ ওভার ব্যাট করার পর বিনা উইকেটে ২৩ রান তোলে টাইগাররা। তামিম ১৬ ও ইমরুল ৭ রানে অপরাজিত থাকেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন প্রথম ইনিংসে ১৭৩ রান করা শিখর ধাওয়ান।

এর আগে সফরকারী ভারতের স্পিনারদের বিপক্ষে ব্যর্থ হয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৫৬ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে টাইগাররা। সফরকারীদের থেকে ২০৬ রানে পিছিয়ে স্বাগতিকরা শেষ দিন আবারো ব্যাটিংয়ে নামে।

ইমরুল কায়েসের ৭২, লিটন কুমারের ৪৪, সৌম্য সরকারের ৩৭ আর মুমিনুল হকের ৩০ রানে ভর করে ৬৫.৫ ওভারে অলআউট হয় বাংলাদেশ।

ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট তুলে নেন অশ্বিন। ২৫ ওভার বল করে ৮৭ রান খরচায় তিনি টাইগারদের পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান। তিনটি উইকেট পান হরভজন সিং।

চতুর্থ দিন বিদায় নিয়েছিলেন তামিম ইকবাল, মুমিনুল হক আর মুশফিকুর রহিম। পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে বিদায় নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অশ্বিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৯ রান করে সাজঘরের পথ ধরেন সাকিব।

টেস্ট ক্যারিয়ারের চতুর্থ শতকের দিকে এগুতে থাকা বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস হরভজনের একটি বলে ডাউন দ্য উইকেটে এসে বাজে শট খেলার চেষ্টা করেন। তবে, লাফিয়ে উঠা বলে লাইন মিস করলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ব্যক্তিগত ৭২ রানের মাথায় বিদায় নেন তিনি।

আর ব্যক্তিগত ৩৭ রানের মাথায় বিদায় নেন সৌম্য সরকার। বরুন অ্যারনের বলে বোল্ড হওয়ার আগে সৌম্য ৫৪ বল মোকাবেলা করে সাতটি চার হাঁকান। দলীয় ২১৯ রানের মাথায় বিদায় নেন ৯ রান করা শুভাগত হোম। অশ্বিনের বলে রোহিত শর্মার তালুবন্দি হওয়ার আগে শুভাগত ৪৩ রানের জুটি গড়েন লিটনের সঙ্গে।

প্রথম শ্রেনীর ক্রিকেটে এ মৌসুমে দারুণ খেলতে থাকা লিটন কুমার দাসকে ভারতের বিপক্ষে সুযোগ দেন নির্বাচকরা। আর সে সুযোগকে কাজে লাগিয়ে শুরুটা বেশ ভালোই করলেন অভিষিক্ত লিটন। চা পানের বিরতির পর ফের মাঠে নামে টাইগাররা। শেষ দিনের তৃতীয় ও শেষ সেশনে নেমে খুব বেশি সময় ব্যাটিং করতে পারেন নি অভিষিক্ত লিটন কুমার দাস। অশ্বিনের পঞ্চম শিকারে রোহিত শর্মার তালুবন্দি হওয়ার আগে লিটন ৪৪ রান করেন। ৪৫ বলে আট চার আর এক ছয়ে লিটন তার ইনিংসটি সাজান।

শেষ সেশনে আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। মোহাম্মদ শহীদের উইকেটটি তুলে নেন হরভজন সিং। টাইগারদের হয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে উইকেটে প্রতিরোধ গড়তে চেয়েছিলেন তাইজুল ইসলাম ও জুবায়ের হোসেন। কোনো রান না করে রান আউট হন জুবায়ের।
 
শেষ দিনের আগে ভারী বর্ষণে মাঠ ভেজা থাকায় বেশ কয়েকবার ম্যাচের আম্পায়াররা মাঠ পরিদর্শন করে সিদ্ধান্ত দেন পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে।

এর আগে চতুর্থ দিন একাধিকবার বৈরি আবহাওয়ার কারণে খেলা বন্ধ থাকে। কয়েক দফা মাঠ পরিদর্শনের পর ম্যাচের দায়িত্বপ্রাপ্ত আম্পায়াররা বিকেল ৪টার পর চতুর্থ দিনের খেলা (তৃতীয় সেশন) পরিত্যক্ত ঘোষণা করেন। বৃষ্টির কারণে প্রথম সেশনের খেলা বন্ধ হলে দ্বিতীয় সেশনেও কোনো বল মাঠে গড়ায়নি। আর তৃতীয় ও শেষ সেশনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ফলে, চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল তিন উইকেট হারিয়ে ১১১ রান।

চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতির সময় পেরিয়ে গেলেও ফতুল্লার আকাশে ভারী বর্ষণ চলতে থাকে। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক নিয়ে অপরাজিত থাকেন ইমরুল কায়েস। নতুন ব্যাটসম্যান হিসেবে ইমরুলকে সঙ্গ দিতে আসেন সাকিব আল হাসান।

বৃষ্টি ও মধ্যাহ্ন বিরতির আগে নিজেদের প্রথম ইনিংসে ৩০.১ ওভার খেলে টাইগাররা সংগ্রহ করে তিন উইকেট হারিয়ে ১১১ রান। টাইগারদের ম্যাচের দৈর্ঘ্য ছিল ততোটুকুই। প্রথম সেশনে তামিম আর মুমিনুলের উইকেট হারায় স্বাগতিকরা। এরপর মুশফিকের উইকেটও হারায় টাইগাররা।

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের চতুর্থ দিন ব্যাটিংয়ে নামার আগে অফিসিয়ালি ইনিংস ঘোষণা করে সফরকারী ভারত। প্রথম ইনিংসে ১০৩.৩ ওভার খেলে অতিথিরা ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করে ৪৬২ রান। মুরালি বিজয়, শিখর ধাওয়ান আর অজিঙ্কা রাহানের ব্যাটে ভর করে স্বাগতিকদের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করায় সফরকারী ভারত। দলের দুই ওপেনার ২৮৩ রানের জুটি গড়ে ভালো সূচনা এনে দেন। শিখর ধাওয়ান ১৭৩ ও মুরালি বিজয় ১৫০ রান করে বিদায় নেন। এছাড়া পাঁচ নম্বরে নামা অজিঙ্কা রাহানে করেন ৯৮ রান।

তৃতীয় দিন টাইগারদের হয়ে ৪টি উইকেট তুলে নেন বাংলাদেশের মাটিতে শততম টেস্ট উইকেট পাওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাকি দুটি উইকেট পান জুবায়ের।

প্রথম দিন বৃষ্টি বাধায় ৫৬ ওভার খেলে ভারত সংগ্রহ করেছিল বিনা উইকেটে ২৩৯ রান। দ্বিতীয় দিন বৈরি আবহাওয়ায় একটি বলও মাঠে গড়ায়নি। তৃতীয় দিনও বৃষ্টি বাধা দিলে মাত্র ৪৭.৩ ওভার খেলা মাঠে গড়ায়।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ১৪ জুন ২০১৫
এমআর

** শেষ বিকেলে টিকে থাকতে হবে টাইগারদের
** ফলোঅনে পড়ে ব্যাটিংয়ে টাইগাররা
** অভিষিক্ত লিটনের বিদায়
** শেষ সেশনে ব্যাটিংয়ে টাইগাররা
** চা পানের বিরতি, বাংলাদেশ ২১৯/৭
** ফিরলেন ইমরুল-সৌম্য
** সাবলীল ব্যাটিংয়ে দুই টাইগার ব্যাটসম্যান
** ইমরুল-সৌম্যর প্রতিরোধের চেষ্টা
** ব্যাটিংয়ে নেমে সাকিবের বিদায়
 ** পৌনে ১টায় শুরু হবে শেষ দিনের খেলা
** সাড়ে ১১টায় মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।