ঢাকা: বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ড্র করেছে সফরকারী ভারত। জেতার জন্য মাঠে নেমে বিরাট কোহলি বাহিনী ড্র করে টেস্ট র্যাংকিংয়ে পিছিয়েছে।
তিন নম্বর অবস্থানে থেকে টেস্টে নামে ভারত। টাইগারদের বিপক্ষে হারলেই সাত নম্বরে নেমে যেতে হবে, এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল সফরকারীরা।
অবনমনের আশংকায় থাকা ভারত ৯৯ পয়েন্ট নিয়ে ফতুল্লা টেস্টের লড়াইয়ে নামে। সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশকে হারাতে পারলে ভারতের জুটতো মাত্র এক পয়েন্ট। তাতে তিন নম্বর জায়গাটা অক্ষত থাকত তাদের।
অপরদিকে টাইগারদের বিপক্ষে হারলে ভারতের পয়েন্ট হয়ে যেতো ৯৫। সেক্ষেত্রে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার পরে চলে যেত ভারত। বাংলাদেশ-ভারতের ম্যাচের পর নিউজিল্যান্ডের পয়েন্ট ৯৯। ইংলিশদের ও পাকিস্তানের পয়েন্ট ৯৭।
আর ড্র হওয়ার কারণে পতন ঘটে ভারতের, তাদের বর্তমান পয়েন্ট হল ৯৭। ফলে, তিন নম্বরে উঠে গেল কিউইরা। আর ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে ইংল্যান্ড ও পাকিস্তানের উপরে চার নম্বরে থাকল ভারত।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ১৪ জুন ২০১৫
এমআর