ঢাকা: পিঠের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না নিউজিল্যান্ডের পেস বোলার ট্রেন্ট বোল্ট। একই ধরণের ইনজুরিতে পড়ে সিরিজের প্রথম টেস্টের পর ছিটকে যান কিউই অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন।
দুই ম্যাচের টেস্ট সিরিজ ও পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দু’টি ম্যাচ খেলেন বোল্ট। তবে, ইনজুরি আক্রান্ত হওয়ার ওডিআই সিরিজের বাকি তিনটি ম্যাচসহ একটিমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও খেলতে পারবেন না এই বাঁহাতি বোলার।
প্রথম দুই ওয়ানডে শেষে কিউইদের হয়ে সর্বোচ্চ ছয়টি উইকেট লাভ করেন বোল্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজে তিনি ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের সমান ১৩টি উইকেট দখল করেন।
উল্লেখ্য, সাউদাম্পটনে দু’দলের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচ চলছে। টস জিতে ইংল্যান্ড ২৮ বল বাকি থাকতেই ৩০২ রানে অলআউট হয়েছে। এ রিপোর্ট লেখা অবধি নিউজিল্যান্ডের সংগ্রহ ১৮ ওভার শেষে দুই উইকেটে ১২৩ রান।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
আরএম